header banner

Lalu Prasad Yadav : পাটনার জনসভায় প্রধানমন্ত্রীকে নিশানা লালুর

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক:  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লালু প্রসাদ যাদবের কটাক্ষের জবাব দিল বিজেপি। সোমবার তারা অনলাইনে প্রচার শুরু করল মোদি কা পরিবারের। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাও নিশানা করেছেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ এক্স হ্যান্ডেলে মুখের মতো জবাব দিয়েছেন লালুকে।

{link}


প্রসঙ্গত, রবিবার পাটনার এক জনসভায় প্রধানমন্ত্রীকে নিশানা করে লালু বলেন, তিনি (প্রধানমন্ত্রী) তো প্রকৃত হিন্দুও নন। হিন্দু ঐতিহ্য অনুসারে একজন ছেলে তাঁর বাবা-মায়ের মৃত্যুর পরে মাথা মুড়িয়ে ফেলেন, দাড়ি কেটে ফেলেন। কিন্তু যখন মা মারা গেলেন, তখন মোদি এটা করেননি। লালু বলেন, ওঁর যদি পরিবার না থাকে, আমরা কী করতে পারি উনি রাম মন্দির নিয়ে বড়াই করেই চললেন।লালুকে জবাব দিতে তেলঙ্গনার আদিলাবাদের জনসভাকেই বেছে নেন প্রধানমন্ত্রী। বলেন, আমি ওঁদের পরিবারতান্ত্রিক রাজনীতি নিয়ে প্রশ্ন করেছি। তার উত্তরে ওঁরা বলছেন, মোদির পরিবার নেই। আমার জীবন তো একটা খোলা বই। আমি আমার দেশের জন্য বাঁচব। 

{link}


বিজেপি নেতা তথা সাংসদ সুধাংশু ত্রিবেদী বলেন, ইন্ডিয়া ব্লকে তো কোনও হিন্দুই নেই। তাঁদের কাছে হিন্দু মানে হল দলিত, সাবর্ন, উত্তর ভারতীয়রা, দক্ষিণ ভারতীয়রা, কানাডা, তামিল, তেলগু, মারাঠি, পাঞ্জাবী, বাঙালি এবং হিন্দিভাষীরা, হিন্দু নয়। কারণ তারা ভারতকে টুকরো টুকরো ভাবে দেখতে চায়। একটি পরিবার দেশ ভাগ করেছিল রাজনীতি করতে। আর আজ, তারা যাদের সঙ্গে রয়েছে, তারাও দেশকে ভাগ করতে চায়। তারা এটা চায় কারণ দেশের একটি অংশও যদি তারা শাসন করতে পারে। 

{ads}

News BJP PM Modi Lalu Prasad Yadav Politics সংবাদ

Last Updated :