header banner

Lahore : ব্যস্ত রাস্তায় সিংহের তাণ্ডব

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : অবাক লাগলেও ঘটনাটা সত্য। এমন ভয়ঙ্কর ঘটনায় সকলেই উদ্বিগ্ন। লাহোরের (Lahore) ব্যস্ততম রাস্তায় ভয়াবহ ঘটনা। বাড়ি থেকে বেরিয়ে এক মহিলা ও দুই শিশুর উপর হামলা চালাল পোষ্য সিংহ! শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। সিংহটির বয়স ১১ মাস বলে জানা গিয়েছে। দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

{link}

ঘটনার ভিডিও ফুটেজ সোশাল মিডিয়ায়(Social Media) ভাইরাল হতেই বিতর্কের ঝড় ওঠে। পুলিশ জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় এমন ঘটনাটি ঘটে। জড়িত থাকার অপরাধে ইতিমধ্যেই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, পাঁচিল টপকে একটি সিংহ হঠাৎই ব্যস্ততম রাস্তায় চলে আসে। এরপরেই সে তেড়ে যায় এক মহিলার দিকে। প্রথমে মহিলার হাতে থাকা ব্যাগটিতে হামলা চালায়।

{link}

এরপরেই ঝাঁপিয়ে পড়ে মহিলার উপর। মহিলার সঙ্গে থাকা পাঁচ ও সাত বছরের দুই শিশুর উপরও হামলা চালায়। যে তিনজনের উপর সিংহটি হামলা চালায় তাঁরা একই পরিবারের সদস্য বলে জানা গিয়েছে। দুই সন্তানকে সঙ্গে নিয়ে বাজার করে ফিরছিলেন মা। ঠিক সেই সময়ই সিংহটি তাঁদের উপর হামলা চালায়। মহিলার স্বামীর অভিযোগ, “সন্তানদের সঙ্গে নিয়ে তাঁর স্ত্রী বাজার থেকে ফিরছিলেন। সেই সময় সিংহটি হামলা চালায়। গুরুতর আহত হন তিনজন।”

{ads}

News Breaking News Lahore Lion সংবাদ

Last Updated :