header banner

INDIA Alliance: একের পর এক নির্বাচনে পরাজয়! এবার কি ভাঙতে চলেছে ইন্ডিয়া জোট?

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: বিহারের ভোটের ফল প্রকাশের পরেই ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ যে খারাপ হচ্ছে তা স্পষ্ট। সোমবার থেকে শুরু হচ্ছে সংসদ অধিবেশন। তার আগে প্রথামতো ইন্ডিয়া জোটের বৈঠক ডেকেছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। সেইমতো পাঠানো হয়েছিল আমন্ত্রণপত্রও। তবে সূত্রের খবর, এই বৈঠকে যোগ দিচ্ছে না তৃণমূল কংগ্রেস। শুধু তৃণমূল নয়, জোটের অন্যতম শরিক সপা-সহ আরও একাধিক দল খাড়গের ডাকা এই বৈঠক এড়াতে পারেন বলে জানা যাচ্ছে। সংসদ অধিবেশন শুরু আগে শাসকদলের বিরুদ্ধে রণকৌশল তৈরি করতে প্রতিবার এই বৈঠক ডাকা হয় ইন্ডিয়া জোটের তরফে। এই বৈঠক থেকেই ঠিক করা হয় কোন কোন ইস্যুতে শাসকদলের বিরুদ্ধে খড়গহস্ত হবে বিরোধী শিবির। এবারও তার ব্যতিক্রম হয়নি। 

{link}

  তৃণমূল-সহ জোটের সব শরিক দলগুলিকে বৈঠকে আমন্ত্রণ জানিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তৃণমূলের তরফে জানা যাচ্ছে, এই বৈঠকে যোগ দেবে না তারা। ইন্ডিয়া জোটের বিরুদ্ধে না হলেও এই জোটে কংগ্রেসের নেতৃত্বে আপত্তি রয়েছে। যার জেরেই এই পদক্ষেপ। আসলে একের পর এক রাজ্যে বিধানসভা নির্বাচন বিপুল ভরাডুবি হয়েছে কংগ্রেসের। সদ্য শেষ হওয়া বিহার নির্বাচনেও কার্যত গোহারা হেরেছে হাত শিবির। এই অবস্থায় জোটে কংগ্রেসের নেতৃত্ব প্রশ্নের মুখে। শতাব্দী প্রাচীন দলের এমন করুণ পরিণতি সত্ত্বেও কতৃত্ব ফলানোর মানসিকতায় এখন কোনও বদল হয়নি। লাগাতার রাজ্যের শরিক দলগুলির উপর আসন ভাগাভাগি নিয়ে চাপ বাড়িয়ে আসছে হাত শিবির। এই অবস্থায় ইন্ডিয়া জোটের নেতৃত্বের রাশ কংগ্রেস দ্বারা পরিচালিত হোক এটা কোনওভাবেই চায় না তৃণমূল।

{ads}

Mamata Banerjee INDIA Alliance News Rahul Gandhi Sonia Gandhi Mallikarjun Kharge Trinamool Congress TMC সংবাদ ভোট মোদি বিজেপি

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article