মিলন হল দুই জেলার সঙ্গে কলকাতার মাধ্যম হল মেট্রো ।নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত চালু হল মেট্রো ।বিধানসভা নির্বাচন নিকটে , তার সঙ্গে রাজ্যে রাজনৈতিক লড়াই তুঙ্গে , একদিকে শাসক দলের নেতাদের বাড়ি অবধি পৌঁছে যাচ্ছে কেন্দ্রীয় সরকারের তদন্তকারী দল আবার আর এক দিকে বাকযুদ্ধ থেকে আসনের লড়াই । এই উত্তপ্ত পরিস্থতিতেই খুশির হাওয়া আনন্দের শহরে । করোনা আবহাওয়া সম্পূর্ণ না কাটলেও রেললাইনের আনন্দের সুর বারংবারই এক আলাদাই আনন্দ দেয়।ভার্চুয়াল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।আজ নোয়াপাড়ায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গোয়েল ।সুরক্ষা থেকে শুরু করে রেল সংক্রান্ত প্রতিটি বিষয় খতিয়ে দেখেন তিনি।
নোয়াপাড়া হল কলকাতা মেট্রোর অন্যতম বৃহত্তম স্টেশন।২০১৩ সালে এই স্টেশনটি চালু করা হয়। এখানে ১৮২ মিটার দৈর্ঘ্যের চারটি প্ল্যাটফর্ম রয়েছে ।দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন কলকাতা মেট্রোর উত্তর-দক্ষিণ লাইনের একটি স্টেশন। এটি উত্তর ২৪ পরগনা জেলায় দক্ষিণেশ্বর রেল স্টেশন ও দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন রোডের মাঝে অবস্থিত। স্টেশনটিতে ২০২০ সালের ডিসেম্বর মাসে পরীক্ষামূলক ভাবে ট্রেন চলাচল শুরু হয়। দক্ষিণেশ্বর আপ ও দক্ষিণেশ্বর ডাউন ট্রেন দ্বারা রেল পরিষেবা পরিবেশন করা হয়। স্টেশনে দুটি রেল ট্র্যাক ও দুটি পার্শ্ব প্ল্যাটফর্ম রয়েছে।কাজের দিনে দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়া পর্যন্ত চলবে ১৫৮টি ট্রেন। ছুটির দিনে চলবে ১৫৬টি ট্রেন। অফিসটাইমে ৭ মিনিট অন্তর চলবে মেট্রো। এই রুটে শেষ মেট্রো মিলবে রাত ৯.৩০ টায়। কিলোমিটার বাড়লেও সর্বোচ্চ ভাড়া থাকছে ২৫ টাকাই। অপেক্ষার অবসান ঘটিয়ে ২০২০ সালের শেষ দিকে মেট্রোর চাকা গড়িয়েছিল দক্ষিণেশ্বর পর্যন্ত। নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত নতুন রুটে মেট্রোর ট্রায়াল শুরু হয়েছিল। হিসেব মতো ফেব্রুয়ারি থেকেই পরিষেবা শুরু হয়ে গেল ।