শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: সম্ভবত কিষানজির পরে এতবড়ো মাওবাদী নেতা ভারতে আর ছিল না। মঙ্গলবার তারই মৃত্যু হল। অন্ধ্রপ্রদেশের আলুরি সীতারামারাজু জেলায় পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত মাওবাদী কমান্ডার মাডবী হিডমা। মঙ্গলবার সকালে অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড় এবং তেলঙ্গানার সীমানায় থাকা মারেদুমিলির জঙ্গলে মাওবাদী শীর্ষনেতার উপস্থিতির খবর পেয়েই তল্লাশি অভিযান চালায় পুলিশ। মাওবাদীদের দলটিকে ঘিরে ফেলে অভিযান চালায় বাহিনী। শুরু হয় দু’পক্ষের গুলির লড়াই। পুলিশ সূত্রে খবর, সংঘর্ষে হিডমা-সহ ছ’জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে রয়েছে হিডমার স্ত্রী রাজে ওরফে রাজাক্কাও। নিহত মাওবাদীদের মধ্যে বাকিরা চিহ্নিত হয়েছে চেল্লুরি নারায়ণ ওরফে সুরেশ, এসজেডসিএম ও টেক শঙ্কর, মল্লা এবং দেবে।
{link}
বহুদিন ধরেই হিডমার খোঁজ চলছিল। অবশেষে মঙ্গলবার পুলিশের হাতে আসে মাওবাদী কমান্ডার। মঙ্গলবার সকাল ৬টা থেকে ৭টার মধ্যে পশ্চিম গোদাবরী জেলার মারেদুমিলির জঙ্গলে মাওবাদীদের সঙ্গে গুলির লড়াই শুরু হয়। দু’পক্ষের গুলির লড়াইয়ে মাওবাদীদের শীর্ষনেতা হিডমা-সহ ছ’জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। হিডমার মাথার দাম ছিল ৫০ লক্ষ টাকা। ২৬টিরও বেশি হামলার সঙ্গে জড়িত ছিল হিডমা। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই অভিযানে যুক্ত কেন্দ্র ও রাজ্যের সমস্ত আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন। হিডমাকে ন্যায়বিচারের আওতায় আনার জন্য গৃহমন্ত্রী ৩০ নভেম্বর পর্যন্ত সময়সীমা নির্ধারণ করেছিলেন। নির্ধারিত সময়ের ১২ দিন আগেই নিরাপত্তাবাহিনী সেই লক্ষ্য অর্জন করেছে। এই অভিযানে যুক্ত সকলকে স্বরাষ্ট্রেমন্ত্রী ধন্যবাদ জানান।
{ads}