header banner

French Railway : ফ্রান্সে বড়ো হামলা ট্রেন পরিষেবায়

article banner

 শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : শুক্রবার আনুষ্ঠানিকভাবে প্যারিস অলিম্পিক (Paris Olympics) শুরু হয়ে গেছে। এর মধ্যেই বিরাট বড়ো ট্রেন নাশকতা করলো একদল উগ্রপন্থী। জানা গিয়েছে, রাতের অন্ধকারে একাধিক জায়গায় ট্রেনে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। ধ্বংসের চেষ্টা হয়েছে ট্রেন চলাচল ব্যবস্থা। ফরাসি রেল কর্তৃপক্ষের (Railway Authority) দাবি, ক্ষয়ক্ষতির পরিমাণ এতটাই বেশি যে গোটা সপ্তাহান্তে ট্রেন পরিষেবা বিঘ্নিত হবে।

{link}

কারণ মেরামতি ছাড়া ট্রেন পরিষেবা আগের মতো স্বাভাবিক করা যাবে না। স্বাভাবিক কারণেই সরকার এই মুহূর্তে মানুষকে ট্রেন যাত্রা এড়িয়ে চলার আবেদন করেছে। শুক্রবার উদ্বোধন হবে অলিম্পিকের (Paris Olympics 2024)। তার আগেই অবশ্য বেশ কিছু ইভেন্টে খেলা শুরু হয়ে গিয়েছে। তবে গ্রেটেস্ট শো অন আর্থ শুরুর আগেই জঙ্গি হামলা-সহ নানা নাশকতামূলক ঘটনা ঘটতে পারে বলে সতর্কবার্তা (warning) জারি করা হয়েছিল।

{link}

সরকারের কাছে আগাম খবর থাকায় সরকার যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা করেছিল। কিন্তু তবুও শেষ রক্ষা হয় নি। এমনকি ভারত থেকেও বিশেষ জওয়ানদের পাঠানো হয়েছে প্যারিসের নিরাপত্তার জন্য। তার মধ্যেই বৃহস্পতিবার গোটা ফ্রান্সের (France) রেল পরিষেবায় বড়সড় হামলা চলেছে বলে খবর। জানা গিয়েছে, ফ্রান্সের একাধিক এলাকায় ট্রেনে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। রেল ব্যবস্থাকে পুরোপুরি পঙ্গু করে দেওয়ার জন্যই আগুন ধরিয়ে দেওয়া হয়েছে একাধিক ট্রেন এবং পরিচালন পরিকাঠামোয়। রাতের অন্ধকারে একই সময়ে একাধিক এলাকায় তাণ্ডব চালানো হয় রেল পরিষেবার উপরে। এর পিছনে আছে গভীর অন্তরঘাত বলেই মনে করে সরকার।

{ads}

News Breaking News Paris Olympics warning France Paris Olympics 2024 Train Train services soldier French Railway train attack সংবাদ

Last Updated :