header banner

Afghanistan : বড়সড় ভূমিকম্প আফগানিস্তানে

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : পর পর ভূমিকম্প হয়েই চলেছে। কয়েকদিনের মধ্যে আফগানিস্তানে (Afghanistan) একাধিক ভূমিকম্প হলো। শনিবার দুপুরে আফগানিস্তান-তাজাকিস্তান সীমান্তবর্তী অঞ্চলে বড়সড় ভূমিকম্প (Earthquake) অনুভূত হয়েছে। যার জেরে কেঁপে ওঠে কাশ্মীর (Kashmir), দিল্লির মতো বহু অঞ্চল। জানা যাচ্ছে, রিখটার স্কেলে এই ভূমিকম্পের তীব্রতা ছিল ৫.৮।

{link}

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস)-এর তরফে জানা যাচ্ছে, ঠিক ১২টা ১৭ নাগাদ অনুভূত হয় ভূমিকম্প। যার কেন্দ্রস্থল ছিল আফগানিস্তান-তাজাকিস্তান সীমান্তবর্তী অঞ্চল। ভূপৃষ্ট থেকে ৮৬ কিলোমিটার গভীরে। কাশ্মীর, দিল্লি-সহ একাধিক অঞ্চলে কম্পন কম্পন অনুভব করা গিয়েছে। মাটির অনেক গভীরে হওয়ায় তেমন কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায় নি। ঘটনার একাধিক ভিডিও প্রকাশ্যে এসেছে যেখানে দেখা গিয়েছে, বাড়ির ভিতরে কাঁপছে আসবাবপত্র, সিলিং ফ্যান। অবশ্য এই ভূমিকম্পের জেরে ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।

{link}

এর আগে গত বুধবারও আফগানিস্তানে ৫.৬ মাত্রার কম্পন অনুভূত হয়। পূর্ব বাঘলান থেকে সেই ভূমিকম্পের উৎসস্থলের দূরত্ব ছিল ১৬৪ কিমি। উল্লেখ্য, গত ২৮ মার্চ বিধ্বংসী ভূমিকম্পের কবলে পড়েছিল মায়ানমার। ৭.৭ মাত্রার ভূমিকম্পে কার্যত গুঁড়িয়ে যায় একের পর এক বহুতল, ব্রিজ। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সেদেশের সাগাইং শহর থেকে ১৬ কিলোমিটার উত্তর-পশ্চিমে। ভূমিকম্পের ব্যাপক প্রভাব পড়ে মায়ানমারের প্রতিবেশী থাইল্যান্ডেও। প্রাকৃতিক বিপর্যয়ের জেরে এখনও পর্যন্ত মায়ানমারে মৃত্যু হয়েছে ৩১০০ মানুষের।

{ads}

News Breaking News Afghanistan Earthquake সংবাদ

Last Updated :