শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : ওপারে আছে আমাদের মতো বহু সাধারণ মানুষ, আমাদের বন্ধু, আত্মীয়রা। আর গত কয়েকদিন ধরে তাদের উপর চলেছে অমানুষিক অত্যাচার। অথচ কেন্দ্রীয় সরকার নীরব দর্শক। এই অবস্থা চলতে পারে না। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, ‘আমাদের অনেক বন্ধুর আত্মীয়, স্বজন সেখানে আছে। সীমান্ত বিএসএফ পাহারা দেয়। গত ১০ দিন ধরে দেখছি, কেন্দ্রীয় সরকার চুপ করে আছে। তাদের দল এখানে রোজ মিছিল করছে।
{link}
বলছে সীমান্ত আটকে দেবে, খাবার দেব না। এটা আমাদের এক্তিয়ারভুক্ত নয়। এ সব নিয়ে কেন্দ্র গাইডলাইন দেয়। ধর্ম, বর্ণ, জাতি যেখানেই আক্রান্ত হোক, আমরা নিন্দা করি। আমরা শুধু চাই শান্তি ফিরুক৷’ এর পরেই বাংলাদেশ ইস্যুতে কেন্দ্রের উপরে চাপ বাড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমাদের বন্ধুদের ওপর যেন অত্যাচার না হয়। প্রধানমন্ত্রী কথা বলুক।' মমতার কথায় টেবিল চাপড়ে সমর্থন জানায় তাঁর দলের বিধায়কেরা। এর পরেই তিনি আরও এক ধাপ এগিয়ে বলেন, দ্রুত এর ব্যবস্থা নিতে হবে।
{link}
ও দেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার বন্ধ করার জন্য আবেদন করেন। পরে বলেন,'বিদেশ মন্ত্রী কথা বলুক। দুই দেশ কথা বলুক। নাহলে কেন্দ্র ভারতীয়দের ফেরাক। আমরা খাবার জোগাতে পারব। প্রয়োজনে রাষ্ট্রপুঞ্জের শান্তি সেনা পাঠাক। আমরা শান্তি চাই। বাংলা ভাষায় কথা বললে অনেক সময় অনুপ্রবেশকারী বলে অত্যাচার করা হয়।’ এ জিনিস বরদাস্ত করা সম্ভব না। তিনি জোর দিয়ে বলেন, প্রয়োজনে রাষ্ট্রপুঞ্জ ওখানে শান্তিসেনা পাঠাক।
{ads}