শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : এই মুহূর্তে বাংলার মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) লন্ডনে (London)। তাঁর সেখানে ঠাসা কর্মসূচি। বৃহস্পতিবার ছিল তার বক্তৃতা। বিষয় ছিল ‘সামাজিক উন্নয়ন: নারী, শিশু ও প্রান্তিক অংশের উন্নয়ন’। সেই মত বৃহস্পতিবার লন্ডনের স্থানীয় সময় বিকেলে মঞ্চে বক্তৃতা দিচ্ছেন রাজ্যে মুখ্যমন্ত্রী ৷
{link}
পিছনে বেশ কিছু শ্রোতা দাঁড়িয়ে শুনছিলেন কিন্তু হঠাৎই তাল কাটে অনুষ্ঠানের ৷ দর্শকাসনের পিছনে দাঁড়িয়ে কয়েকজন প্রতিবাদী পোস্টার নিয়ে সরব ৷ ভারতের ছাত্র ফেডারেশন (ইউকে) তরফে মমতা বন্দ্যোপাধ্যায়েকে বলা হয়, তিনি রাজ্যের সামাজিক উন্নয়নের পথিকৃৎ দাবি বলে যে করছেন তার স্বপক্ষে প্রমাণ দিন। পাশাপশি আরজি কর চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনা নিয়েও সরব হন প্রতিবাদীরা। এই অবস্থাতেও মমতা বন্দ্যোপাধ্যায়ের ছাত্র ও গণতান্ত্রিক অধিকারকে সমর্থনের কথা তুলে ধরেন বক্তৃতা চালিয়ে যান ৷ কিন্তু পাল্টা প্রশ্ন ছুঁড়ে প্রতিবাদীরা বলেন, কেন পশ্চিমবঙ্গে ছাত্ররা বিগত 6 বছর ধরে নির্বাচন করতে পারছে না কলেজ বিশ্ববিদ্যালয়।
{link}
এসএফআই কর্মীরা মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করেন, কেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ছাত্র ও গণতান্ত্রিক অধিকারের জন্য নির্যাতন ও আক্রমণের শিকার হচ্ছেন ? মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায়, সকলকে স্বাগত । এরপর প্রতিবাদীরা প্রশ্ন করলে মুখ্যমন্ত্রী বলেন, জোরে বলুন আমি আপনাদের কথা গুরুত্বের সঙ্গে শুনছি । আরজি কর প্রসঙ্গে উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, আপনারা জানেন মামলাটি বিচারাধীন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্তের দায়িত্ব নিয়েছে । এর পরেই মুখ্যমন্ত্রী প্রতিবাদীদের উদ্দেশ্যে বলেন, "এখানে রাজনীতি করবেন না। এটা রাজনৈতিক মঞ্চ নয়। বাংলায় আসুন ৷ রাজনৈতিক মঞ্চ পরিসরে রাজনৈতিক লড়াই করুন।"
{ads}