header banner

করোনা আক্রান্ত প্রাক্তন প্রধানমন্ত্রী মোনমোহন সিং, ভর্তি হাসপাতালে

article banner

ভয়াবহ করোনা ভাইরাসের দাপটে কাঁপছে গোটা বিশ্ব।একাধিক মানুষকে কাবু করার পর এবার মারণরোগ থাবা বসাল দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর শরীরে। নানা উপসর্গ নিয়ে আজ তাঁকে ভরতি করা হয়েছে দিল্লির এইমস হাসপাতালে। তাঁর চিকিৎসায় তৈরি করা হয়েছে বিশেষ টিম। বয়স নব্বইয়ের কাছাকাছি হওয়ায় তাঁর শারীরিক পরিস্থিতি কিছুটা হলেও চিন্তা বাড়িয়ে তুলেছে চিকিৎসকদের। তার আরোগ্য কামনা করে টুইট করেছেন রাহুল গান্ধী। 

{link}
উল্লেখ্য বিষয় কিছুদিন আগেই ৮ তারিখ করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী। কিন্তু সোমবার, তার ১০ দিনের মধ্যেই তিনি করোনা ভাইরাসের দ্বারা আক্রান্ত হলেন। সূত্রের খবর অনুয়াই, এইদিন অসুস্থ বোধ করায় বছর অষ্টআশির প্রাক্তন প্রধানমন্ত্রীর করোনা পরীক্ষা করা হয়। রিপোর্ট পজিটিভ আসার পর আর কোনও ঝুঁকি না নিয়ে তাকে তৎক্ষণাৎ দিল্লির এইমসে ভরতি করান তার পরিবারের সদস্যরা। তিনি আপাতত ট্রমা সেন্টারে ভরতি, চিকিৎসা চলছে।  

{ads}
 

Manmohan Singh Covid-19 corona virus News India West Bengal Breaking News

Last Updated :