শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : বিশ্বে বহু ধনকুবের আছেন, যাদের টাকা পয়সার কোনো শেষ নেই। কিন্তু সবাইকে ছাপিয়ে গিয়ে নয়া নজির গড়লেন এলন মাস্ক (Elon Musk)। বিশ্বের প্রথম মানুষ হিসাবে ৪০০ বিলিয়ন ডলারেরও বেশি সম্পত্তির মালিক হলেন এই মার্কিন ধনকুবের। বিশেষজ্ঞদের মতে, আমেরিকার নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) জেতায় ব্যবসায়িক ক্ষেত্রে বিরাট সুবিধা পেয়েছেন টেসলা কর্তা।
{link}
গত কয়েকদিনে লাফিয়ে বেড়েছে তাঁর সম্পত্তির পরিমান। পরিসংখ্যান অনুযায়ী, আপাতত ৪৪০ বিলিয়ন ডলারের সম্পত্তি রয়েছে মাস্কের হাতে। ভারতীয় মুদ্রায় যে অঙ্কটা ৩৭ লক্ষ কোটি টাকার কাছাকাছি। মাস্কের অধিকৃত টেসলা এবং স্পেসএক্স- এই দুই সংস্থা সম্প্রতি বিরাট লাভের মুখ দেখেছে। তার জেরেই লাফিয়ে বেড়েছে মার্কিন ধনকুবেরের সম্পদের পরিমাণ।
{link}
টেসলা ছাড়াও মাস্কের সংস্থা স্পেসএক্স এবং এক্সএআই সর্বকালের সেরা মুনাফা পেয়েছে মার্কিন নির্বাচনের পরে। বুধবারই নতুন এক চুক্তি সই করেছে স্পেসএক্স। আপাতত সারা বিশ্বে এটাই সবচেয়ে মূল্যবান ব্যক্তিগত স্টার্টআপ সংস্থা। এছাড়াও নতুন মার্কিন প্রশাসনে বড়সড় পদ পেয়েছেন বিশ্বের ধনীতম ব্যক্তি। শোনা যায়, ট্রাম্পের নির্বাচনী খরচের অনেকটাই বহন করেছিলেন মাস্ক। তাই ট্রাম্প জয়ের পর থেকে লাফিয়ে বেড়েছে মাস্কের সম্পদের পরিমাণ।
{ads}