header banner

রথে চড়ে কৃষ্ণের মায়াপুর সান্ধ্যভ্রমন, মায়াপুরে অনুষ্ঠিত হস্তি পরিক্রমা

article banner

নতুন বছরে কার্যত খুশির জোয়ার উঠেছে ব্রজধামে। ব্রজলীলায় মেতে উঠেছে গোটা নবদ্বীপ। মানুষের উপচে পড়া ভিড়ের মধ্যে দিয়ে রথে চড়ে চলেছেন রাধাকৃষ্ণ, আর যাত্রাপথে রথ পাহারা দিচ্ছে ইয়া বড়ো বড়ো দুটি হাতি। নতুন বছরের দ্বিতীয় দিনেই মায়াপুর ইসকনে অনুষ্ঠিত হল হস্তি পরিক্রমা। পৌরাণিক মতে বেদ মন্ত্রচ্চারণের মাধ্যমে মশালের আলো জ্বালিয়ে ডঙ্কা বাজিয়ে রাধা মাধবের বিগ্রহকে রথে করে  সমগ্র মন্দির প্রদক্ষিণ করে এই পরিক্রমা করা হয়। আর পরিক্রমার পর পূজা করা হয় সেই হস্তিদ্বয়কে। নতুন বছরের দ্বিতীয় সন্ধ্যায়  মায়াপুর ইসকনের হাতি পরিক্রমা পর্যটকদের বিশেষ আনন্দ দিলো। কচিকাঁচা থেকে শুরু করে সমস্ত বয়সের মানুষ অংশগ্রহন করেছিলেন এই পদযাত্রায়। আর হস্তি পরিক্রমা উপলক্ষে হরিভক্তের গলার মন্ত্রচ্চারনে কার্যত স্বর্গধাম হয়ে উঠল নদিয়ার মায়াপুর ইসকন মন্দির। 

{ads}

Mayapur Iskcon Temple Lord Krishna Elephant Procession Nabadwip Mayapur Culture India

Last Updated :