header banner

Iran : আদালতে ঢুকে জঙ্গিদের গুলিবৃষ্টি

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : দক্ষিণ-পূর্ব ইরানের (Iran) আদালতে ভয়ংকর জঙ্গি হামলা। বিচারপতির ঘরে ঢুকে গুলিবৃষ্টি! এই ঘটনায় নিহত হয়েছেন অন্তত ৮ জন। এদের মধ্যে ৩ জন হামলাকারী জঙ্গি বলে জানা গিয়েছে। আহত হয়েছেন আরও ১৩ জন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে স্থানীয় প্রশাসন।

{link}

স্থানীয় সংবাদমাধ্যমগুলি জানাচ্ছে, সিসতান (Sistan) বালুচিস্তান প্রদেশের রাজধানী জাহেদানে এই জঙ্গি হামলা হয়েছে। হামলা চালিয়েছে সুন্নি জঙ্গিগোষ্ঠী জইশ আল-আদল। ইতিমধ্যে হামলা চালানোর কথা স্বীকার করেছে ওই গোষ্ঠী। একটি সূত্রের খবর, মানববোমা হামলা হয়েছে জাহেদানের ওই আদালতে। পাশাপাশি গুলির শব্দও পেয়েছেন আশপাশের অঞ্চলের মানুষেরা।

{link}

জঙ্গি হামলার প্রত্যক্ষদর্শী বালুচ অধিকার রক্ষা গোষ্ঠী হালভস (HAALVSH) জানিয়েছে, জঙ্গিরা বিচারকদের চেম্বারে হামলা চালালে একাধিক বিচার বিভাগীয় আধিকারিক এবং নিরাপত্তা কর্মীরা নিহত এবং আহত হন। গোটা এলাকা ঘিরে ফেলে তদন্ত প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।

{ads}

News Breaking News Iran Sistan সংবাদ

Last Updated :