header banner

China : বাথরুমেই দিন কাটাচ্ছেন ‘মিস ইয়াং’

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : এমন ঘটনায় খুবই মর্মাহত নাগরিক মহল। কাজ করেন আসবাবপত্রের দোকানে। মাইনে যৎসামান্যই। প্রতিদিনের খরচ সামলে, শহরের কোথাও ঘর ভাড়া নিয়ে থাকার সামর্থ্য তাঁর নেই। শহরে কোনও পরিচিত-আত্মীয়ও নেই তাঁর।

{link}

বসের সঙ্গে কথা বলে দোকানের বাথরুমের ৬ ছয় স্কোয়ার মিটারের জায়গায় দিন কাটাছেন ১৮ বছরের তরুণী। তিনি সেই দিনযাপনের ভিডিও ছবি পোস্ট করেন সোশাল মিডিয়ায়। যা রীতিমতো ভাইরাল। ঘটনাটি চিনের (China) ঝুঝু শহরের (Zhuzhou)। তরুণী সামাজিক মাধ্যমে মিস ইয়াং নামে পরিচিত। গ্রামের এক দরিদ্র পরিবারে তাঁর জন্ম। সেখান থেকে উঠে এসে ঝুঝুতে কাজ করেন।

{link}

মাসিক মাইনা ভারতীয় টাকা অনুসারে ৩১,৭৭৬ টাকা। যদিও শহরে থাকার জন্য গড় আয় ৮৮ হাজার, ২৬৬ টাকা। শহরে বাড়িভাড়া নিয়ে থাকতে গেলে মাসিক খরচ গুনতে হয় ৯ হাজার ৪১৫ টাকা থেকে ২১ হাজার ১৮৪। কিন্তু এই খরচ বহন করা তরুণীর পক্ষে সম্ভব নয়। তাই বসের সঙ্গে কথা বলে বাথরুমেই থাকার বন্দোবস্ত করেছেন তরুণী। প্রতিদিন কাজের শেষে সেখানেই থাকেন তিনি। যার জন্য মাসে তিনি দেন ৫৮৮ টাকা।

{ads}

News breaking News China সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1
Care and Cure 1

Latest Article