শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : ট্রাম্প (Donald Trump) যত বেশি ভারতকে দূরে সরিয়ে দিচ্ছে ভারতকে (Indai) তত বেশি কাছে টেনে নিচ্ছে রাশিয়া, চিন, জাপান সহ অনেক দেশ। এই মুহূর্তে জাপান সফরে আছেন নরেন্দ্র মোদী (Modi)। শনিবার সকালে মোদীকে দেখা গেলো জাপানের প্রধানমন্ত্রীর (Shigeru Ishiba) সঙ্গে বুলেট ট্রেনে (bullet train) ঘুরতে।
{link}
দুই প্রধানমন্ত্রী বুলেট ট্রেনে চেপে জাপানের সেন্দাই শহরের দিকে রওনা দেন। শনিবার জাপানের প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডলে পোস্ট করে এ কথা জানিয়েছেন। চলতি বছরে মোদীর জাপান সফরের আগে থেকেই আলোচনার কেন্দ্রে ছিল বুলেট ট্রেন। মোদী জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন আলফা-এক্স (ALFA-X) ট্রেন ঘুরে দেখেন। ট্রেন অপারেটর ইস্ট জাপান রেলওয়ে (JR East) কোম্পানির চেয়ারম্যান নরেন্দ্র মোদীকে বুলেট ট্রেনের বিভিন্ন খুঁটিনাটি সম্পর্কে বিস্তারিত জানান। জাপানি বুলেট ট্রেনের মতো ভারতে বুলেট ট্রেন চালানোর বাসনা মোদীর বহুদিনের।
{link}
মোদীর সঙ্গে অন্য একটি ছবি পোস্ট করে জাপানের প্রধানমন্ত্রী এক্সে লিখেছেন, ‘প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে সেন্দাই যাচ্ছি।’ জেআর ইস্টের সঙ্গে বর্তমানে জাপানে প্রশিক্ষণরত বেশ কয়েকজন ভারতীয় ট্রেন চালক শনিবার বুলেট ট্রেনে চড়ার আগে মোদীকে অভ্যর্থনা জানিয়েছেন। প্রধানমন্ত্রী তাঁদের সঙ্গে দেখা করে ছবিও তুলেছেন। বুলেট ট্রেনে সওয়ার হওয়ার আগে শনিবার সকালে টোকিওতে জাপানের ১৬টি প্রদেশের গভর্নরদের সঙ্গে বৈঠক করেছেন মোদী। এখন দেখার জাপান থেকে ফিরে এসে ভারতে নতুন বুলেট ট্রেন নিয়ে মোদী কোনো বিবৃতি দেন কিনা!
{ads}