শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : চিনা(china) পন্থী প্রেসিডেন্ট মুইজ্জু (Mohamed Muizzu) দায়িত্ব নেবার পরেই ভারতের সঙ্গে মালদ্বীপের (Maldives) সম্পর্ক তলানিতে পৌঁছায়। ব্রিটেন সফর সেরে মালদ্বীপ পাড়ি দিয়েছেন মোদি (Modi)। শুক্রবার তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে হাজির ছিলেন মুইজ্জু। বিমান থেকে নেমেই তাঁকে জড়িয়ে ধরেন প্রধানমন্ত্রী।
{link}
রাজধানী মালেতে ‘বন্দে মাতরম’ এবং ‘ভারত মাতা কি জয়’ ধ্বনিতে মোদিকে স্বাগত জানান মালদ্বীপের আমজনতা। পরে মোদির সঙ্গে সাক্ষাৎ করেন মালদ্বীপের প্রবাসী ভারতীয়রাও। এমন উষ্ণ অভ্যর্থনা পেয়ে আপ্লুত প্রধানমন্ত্রী মলদিভিয়ান ভাষায় এক্স হ্যান্ডেলে লেখেন, ‘প্রেসিডেন্ট মুইজ্জু নিজে আমাকে স্বাগত জানাতে বিমানবন্দরে এসেছেন।'
{link}
তিনি আরো লেখেন, 'আশা করি ভারত-মালদ্বীপ দ্বিপাক্ষিক সম্পর্ক এবার নতুন উচ্চতায় পৌঁছবে।’ তিক্ততা মিটেছে আগেই। এবার মালদ্বীপের সঙ্গে ‘বন্ধুত্ব’ বাড়াতে চাইছে ভারত। চিনপন্থী প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জুর আমন্ত্রণে সেদেশে পা রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিজের বিখ্যাত আলিঙ্গন কূটনীতিও ঝালিয়ে নিয়েছেন নমো।
{ads}