header banner

Modi : আন্তর্জাতিক মঞ্চে উন্নয়নশীল দেশের পক্ষে মোদি

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী (PM) নিজেকে দেশের মধ্যে সীমাবদ্ধ না রেখে ছড়িয়ে দিয়েছেন সারা বিশ্বে। ফলে তিনি এখন এক আন্তর্জাতিক চরিত্র। দক্ষিণ গোলার্ধের উন্নয়নশীল এবং স্বল্প উন্নত দেশগুলির প্রতি ‘বঞ্চনা’ হচ্ছে বলে আন্তর্জাতিক সম্মেলনে দাবি করলেন মোদি। যদিও এই দেশগুলি বিশ্ব কূটনীতির ময়দানে ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।

{link}

ভারতের প্রধানমন্ত্রী দাবি করেন, বিভিন্ন আন্তর্জাতিক জোট বা গোষ্ঠীগুলিতে এই দেশগুলির প্রতিনিধিত্ব থাকা জরুরি। উল্লেখ্য, গ্লোবাল সাউথ দেশগুলির মধ্যে রয়েছে দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, এশিয়া এবং ওশিয়ানিয়ার উন্নয়নশীল এবং স্বল্প উন্নত দেশগুলি। রবিবার মোদি(MODI) ‘উন্নত’ দেশগুলির বিরুদ্ধে কার্যত অভিযোগ আনেন। তিনি জানান, গ্লোবাল সাউথের স্বার্থকে গুরুত্ব দিয়ে দেখা হয় না।

{link}

সরাসরি বলেন, “জলবায়ু সঙ্কট মোকাবিলার অর্থ, উন্নয়ন, প্রযুক্তিগত সুযোগ সুবিধার ক্ষেত্রে এই দেশগুলিকে বেশির ভাগ সময়েই নামমাত্র কিছু দেওয়া হয়ে থাকে।” মোদির দাবি, দীর্ঘদিন ধরেই দক্ষিণ গোলার্ধের উন্নয়নশীল দেশগুলির সঙ্গে এই বঞ্চনা চলছে। ব্রিক্‌স’ সম্মেলনে তাঁর বক্তৃতার সারাংশ সমাজমাধ্যমে পোস্ট করেছেন ভারতের প্রধানমন্ত্রী। সেখানে তিনি লিখেছেন, “গ্লোবাল সাউথকে ছাড়া আন্তর্জাতিক গোষ্ঠীগুলি যেন এমন একটি মোবাইল ফোন, যার সিম আছে কিন্তু নেটওয়ার্ক নেই।”

{ads}

News Breaking News Modi সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article