শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : ভারতের কাছে এটা খুবই গর্বের বিষয় যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Modi) বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সেই দেশের জাতীয় সম্মানে ভূষিত হচ্ছেন। এবার ব্রাজিলের (Brazil) সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত হলেন তিনি। মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রীকে ‘দ্য গ্র্যান্ড কলার অফ দ্য ন্যাশনাল অর্ডার অফ দ্য সাউদার্ন ক্রস’-এ সম্মানিত করলেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা (Luiz Inácio Lula da Silva)।
{link}
এই নিয়ে মোদির ঝুলিতে এল মোট ২৬টি আন্তর্জাতিক সম্মান। আন্তর্জাতিক শিরোপা পেয়ে আপ্লুত মোদি বলেন, “ব্রাজিলের সর্বোচ্চ জাতীয় সম্মানে ভূষিত হওয়া কেবল আমার জন্যই নয়, বরং ১৪০ কোটি ভারতবাসীর জন্যও এক গর্ব এবং আবেগের মুহূর্ত। ব্রাজিল সরকার এবং ব্রাজিলের জনগণকে আমি কৃতজ্ঞতা জানাই।”অন্যদিকে ব্রাজিলের তরফে জানানো হয়েছে, ভারত-ব্রাজিলের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করতে, আঞ্চলিক এবং বিশ্বের বিভিন্ন সমস্যাগুলি নিয়ে দু’দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধিতে মোদির অবদান অনস্বীকার্য।
{link}
কৃতক্ষতা স্বরূপ ভারতের প্রাধানমন্ত্রীকে এই সম্মান প্রদান করা হয়েছে। এবং ৭ জুলাই ব্রাজিলে অনুষ্ঠিত হওয়া ব্রিকস সম্মেলনে যোগ দিতে সেদেশে পৌঁছন মোদি। রিও ডি জেনেরিও-র গ্যালিও আন্তর্জাতিক বিমানবন্দরে নামতেই রাজকীয় অভ্যর্থনা জানানো হয় ভারতের প্রধানমন্ত্রীকে। এই নিয়ে চতুর্থবার লাতিন আমেরিকার এই দেশটিতে পা রাখেন মোদি। ব্রাজিল পৌঁছতেই মোদিকে উষ্ণ অভ্যর্থনা জানান সেদেশে বসবাসকারী ভারতীয়রাও।
{ads}