header banner

Modi : ঘানার সর্বোচ্চ সম্মানে সম্মানিত মোদি

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : দেশ ও বিদেশের একাধিক সম্মানীয় পুরস্কারে ইতিমধ্যে সম্মানিত হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী (Modi) । এবার ঘানার (Ghana) সর্বোচ্চ জাতীয় সম্মান। বৃহস্পতিবার তাঁকে ‘অফিসার অব দ্য অর্ডার অব দ্য স্টার অফ ঘানা’-এ সম্মানিত করলেন ঘানার প্রেসিডেন্ট জন দ্রামানি মহামা। সম্মান পেয়ে আপ্লুত মোদি বলেন, “দু’দেশের বন্ধুত্ব গভীর হবে। দায়িত্ব আরও বাড়ল।”

{link}

প্রাধানমন্ত্রী তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, ‘ঘানার সর্বোচ্চ জাতীয় সম্মান পেয়ে আমি গর্বিত। এটি কেবল ব্যক্তিগত অর্জন নয়। বরং ভারতের ১৪০ কোটি মানুষের পক্ষ থেকে আমি এটি গ্রহণ করছি।” একইসঙ্গে তিনি বলেন, “ভারত-ঘানার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর হবে। এই সম্মানের পর দায়িত্বও আরও বাড়ল।”সম্মানটি গ্রহণ করার পর মোদি তা ভারতের যুবসমাজ, সাংস্কৃতিক ঐতিহ্য এবং দু’দেশের বন্ধুত্বের প্রতি উৎসর্গ করেছেন।'

{link}

প্রধানমন্ত্রী হিসাবে এই প্রথমবার ঘানায় গিয়েছেন মোদি। বুধবার বিকেলে তিনি আক্রার কোটোকা বিমানবন্দরে নামেন। তাঁকে স্বাগত জানিয়ে আলিঙ্গন করেন ঘানার প্রেসিডেন্ট। সেখানে গার্ড অফ অনার দেওয়া হয় প্রধানমন্ত্রীকে। স্থানীয় রীতি মেনেও অভ্যর্থনা করা হয় তাঁকে। বিমানবন্দর থেকে হোটেলে পৌঁছতেই মোদিকে ঘিরে ‘হরে রাম হরে কৃষ্ণ’ স্তোত্র গাইতে শুরু ঘানার বাচ্চারা। হাসিমুখে তাদের গান শোনেন প্রধানমন্ত্রী, সেই ভিডিও ভাইরাল হয়েছে।

{ads}

News Breaking News Ghana Modi সংবাদ

Last Updated :