header banner

Modi : মরিশাসে সর্বোচ্চ সম্মানে সম্মানিত হন মোদি

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : ভারতের সঙ্গে মরিশাসের সম্পর্কে চিরকাল খুবই নিবিড়। ২০১৫ সালের পরে আবার আমান্ত্রিত হয়ে নরেন্দ্র মোদী এখন মরিশাসে। জাতীয় দিবস উদযাপনে প্রধান অতিথি হিসেবে এই দেশে আমন্ত্রিত মোদি। তবে বর্তমান পরিস্থিতিতে ভারতের কাছে মরিশাসের গুরুত্ব অপরিসীম। সাংস্কৃতিক, কূটনৈতিক, অর্থনীতি, বাণিজ্য তো বটেই চিনা আগ্রাসন রুখতে ভারত মহাসাগরের নিরাপত্তার দিক থেকেও মরিশাসের গুরুত্ব বিশাল।

{link}

মঙ্গলবার প্রধানমন্ত্রী ঘোষণা করেন, মরিশাসের প্রধানমন্ত্রী ও তাঁর স্ত্রী বীণা রামগুলামকে ভারতের তরফে ‘ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া’ তথা ওসিআই কার্ড দেওয়া হবে। এরপরই মরিশাসের প্রধানমন্ত্রী ঘোষণা করলেন সেদেশের সর্বোচ্চ সম্মানে সম্মানিত করা হবে মোদিকে। মরিশাসে রওনা হওয়ার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ”মরিশাস আমাদের নিকটতম সমুদ্র-প্রতিবেশী, ভারত মহাসাগরের একটি গুরুত্বপূর্ণ অংশীদার এবং আফ্রিকা মহাদেশের প্রবেশদ্বার। আমরা ইতিহাস, ভূগোল এবং সংস্কৃতির দ্বারা পরস্পর সংযুক্ত।

{link}

গভীর পারস্পরিক বিশ্বাস, গণতন্ত্রের মূল্যবোধের প্রতি একটি সাধারণ বিশ্বাস এবং বৈচিত্রের উদযাপন আমাদের শক্তি। ঘনিষ্ঠ এবং ঐতিহাসিকভাবে মানুষে মানুষে সংযোগ আমাদের গর্বের উৎস।”প্রসঙ্গত, বুধবার প্রধানমন্ত্রী সামুদ্রিক নিরাপত্তা, সংস্কৃতির মতো অন্তত আটটি ক্ষেত্রে মউ স্বাক্ষর করেন। পাশাপাশি অন্তত ২৩টি প্রকল্পেরও উদ্বোধন করার কথা তাঁর। এই প্রকল্পগুলি ভারতের আর্থিক অগ্রগতির ক্ষেত্রে বড় ফ্যাক্টর হবে বলেই মনে করা হচ্ছে।

{ads}

News breaking News Mauritius Modi সংবাদ

Last Updated :