header banner

Donald Trump : ট্রাম্পের প্রশংসায় মোদী

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : যখন অবৈধভাবে বসবাসকারী ভারতীয়দের হাতে পায়ে শিকল পরিয়ে ট্রাম্প তাদের ভারতে পাঠিয়েছে, তখন ট্রাম্পের (Donald Trump) ভুয়সী প্রশংসা করলেন নরেন্দ্র মোদী। এতে দেশের ভিতরে তিনি সমলোচনার মুখে পরেছেন। তিন দিনের সফরে মদন বন্ধু ট্রাম্পের দেশে। আলোচনা হয়েছে দুই রাষ্ট্র প্রধানের মধ্যে। তবে এই সব নানাবিধ প্রসঙ্গের মাঝেও নজর কেড়েছে দুই দেশের মধ্যে হওয়া বাণিজ্যিক প্রতিশ্রুতির অঙ্ক।

{link}

বৃহস্পতিবার, দ্বিপাক্ষিক বৈঠক থেকেই ২০৩০ সালের মধ্যে ভারত-আমেরিকার বাণিজ্য দ্বিগুণ করার প্রতিশ্রুতি দিয়েছেন দুই রাষ্ট্রনেতা। ট্রাম্পের ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’-এর আদলেই ‘মেক ইন্ডিয়া গ্রেট এগেইন’-এর স্লোগান দিয়েছেন মোদী। ওই দেশের সংবাদমাধ্যম সূত্রে খবর, দ্বিপাক্ষিক বৈঠকের পর সাংবাদিক বৈঠক করেন দুই রাষ্ট্রনেতা।সেখানেই তাঁরা দাবি করেন, শক্তি, প্রতিরক্ষা, প্রযুক্তি-সহ আরও একাধিক খাতে আগামী ২০৩০ সালের মধ্যে ৫০০ বিলিয়ন ডলার বা ভারতীয় মুদ্রায় ৪৩ লক্ষ ৪১ হাজার ৯৮৭ কোটি টাকা বরাদ্দ করেছে দুই দেশ। এছাড়াও, মহাকাশ গবেষণায় যৌথ ভাবে কাজ করবে নাসা-ইসরো, সেই প্রতিশ্রুতিটাও দিয়েছেন নরেন্দ্র মোদী।

{link}

উল্লেখ্য, ভারতের হাত মজবুত করতে আগ্রহ দেখিয়েছেন ট্রাম্পও। যে মুহূর্তে পড়শি দেশের আগুনের আঁচ পড়া শুরু হয়েছে এই দেশের অন্দরেও। সেই মুহূর্তে মোদীর সঙ্গে বৈঠক থেকে ভারতকে সামরিক ভাবে আরও মজবুত করতে বিশ্বের সর্বশক্তিমান যুদ্ধবিমান বিক্রির ঘোষণা করে দিলেন ট্রাম্প। এছাড়াও, চলতি শুল্ক-যুদ্ধ নিয়ে মুখ খুলেছেন তারা। ভারতের সঙ্গে আমেরিকা যে কাঁধে কাঁধ মিলিয়ে চলবে, এমনটাই প্রতিশ্রুতি মার্কিন প্রেসিডেন্টের। মোদী-ট্রাম্পের এই বৈঠক যে ভারতের ভবিষ্যতের দিক থেকে ইতিবাচক, সেই ইঙ্গিতটাও কিন্তু দিচ্ছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। তবে শেষ পর্যন্ত এই চুক্তি কতটা কার্যকর হয় তা দেখতে হবে।

{ads}

News Breaking News Modi India Donald Trump সংবাদ

Last Updated :