শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : আমেরিকা (US) ভারতের (India) উপর অন্যায়ভাবে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছে। আগামীকাল থেকে সেই অতিরিক্তর শুল্ক চালু হচ্ছে। সারা বিশ্ব তাকিয়ে আছে এই পরিস্থিতির দিকে। এই নিয়ে এবার মুখ খুললেন নরেন্দ্র মোদী (Modi)। তিনি বলেন, 'যতই চাপ আসুক না কেন আমরা মোকাবিলা করব।' বিশেষজ্ঞ মহলের অনুমান, বাড়তি এই ২৫ শতাংশ মার্কিন শুল্কের ঠেলায় ভারতীয় অর্থনীতিতে প্রভাব পড়তে পারে। তবে এই প্রভাবের জন্যও কংগ্রেসকেই কাঠগড়ায় তুলেছেন নমো।
{link}
তাঁর মতে, '৬০-৬৫ বছর ধরে ভারত শাসনকারী দল আমদানি কেলেঙ্কারি করেছে। আর সে কারণেই আজ আমাদের দেশ অন্য দেশের উপর নির্ভরশীল হয়ে পড়েছে।' গুজরাটের আহমেদাবাদে একটি সভা থেকে নরেন্দ্র মোদী আরও বলেন, 'তাই চাপ আসুক না কেন, আমরা তার মোকাবিলা করার জন্য শক্তিবৃদ্ধি করব। আমরা আত্মনির্ভর ভারতের সংকল্প নিয়েছিলাম। সেই সংকল্পের পথে আমরা অনেকদূর এগিয়ে গিয়েছি। দেশও শক্তিশালী হয়েছে।' প্রধানমন্ত্রী (PM) বলেন, 'মোদীর কাছে কৃষক, গবাদি পশুপালক এবং ক্ষুদ্র শিল্পের স্বার্থ সবচেয়ে গুরুত্বপূর্ণ।
{link}
এই নিয়ে কোনও আপোস করা হবে না।' তাঁর আবেদন, 'আমাদের সকলের কেবলমাত্র ভারতে তৈরি পণ্য কেনার অঙ্গীকার করতে হবে। ব্যবসায়ীদের উচিত তাঁদের প্রতিষ্ঠানের বাইরে একটি বড় বোর্ড লাগানো। যেখানে লেখা থাকবে, কেবল স্বদেশী পণ্য বিক্রি হয়।' সাম্প্রতিককালের একটি সমীক্ষায় দেখা গিয়েছে, ট্রাম্পের জারি করা অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক কার্যকর হলে ৪ হাজার কোটি ডলার অর্থাৎ প্রায় সাড়ে ৩ লক্ষ কোটি টাকার ডলার ধাক্কা খাবে। ফলে অনুমান করা হচ্ছে শুল্ক জরিমানার এই হুঁশিয়ারি এবং আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে অনিশ্চয়তার মাঝে নরেন্দ্র মোদীর এই বার্তা কিছুটা হলেও ক্ষতে প্রলেপের কাজ করতে পারে।
{ads}