header banner

Modi : ব্রাজিলে রাজকীয় অভ্যর্থনা মোদির

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : রিও ডি জেনেরিও-র গ্যালিও আন্তর্জাতিক বিমানবন্দরে নামতেই রাজকীয় অভ্যর্থনা জানানো হয় ভারতের প্রধানমন্ত্রীকে (PM)। এই নিয়ে চতুর্থবার লাতিন আমেরিকার এই দেশটিতে পা রাখলেন মোদি (modi)। ব্রিকস (BRICS) সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি তিনি রাজধানী ব্রাসিলিয়াতেও যাবেন বলে জানা গিয়েছে।

{link}

ব্রাজিলে পৌঁছে মোদি তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, “ব্রিকস সম্মেলনে যোগ দিতে আমি রিও ডি জেনেরিওতে পৌঁছে গিয়েছি। পাশাপাশি, প্রেসিডেন্ট লুইজ ইনসিও লুলা দা সিলভার আমন্ত্রণে আমি রাজধানী ব্রাসিলিয়াতেও যাব।”৬ এবং ৭ জুলাই ব্রাজিলের রাজধানী রিও ডি জেনেরিওতে অনুষ্ঠিত হতে চলেছে ব্রিকস সম্মেলন। তবে এবার সম্মেলনে যোগ দিতে পারবেন না চিনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এবছর ব্রিকসের আলোচনায় সন্ত্রাসবাদ নিয়ে সরব হতে পারেন মোদি। তাছাড়া পহেলগাঁও কাণ্ড এবং ভারতের অপারেশন সিঁদুর নিয়েও আলোচনা হতে পারে ব্রিকসের বিভিন্ন রাষ্ট্রনেতাদের মধ্যে।

{link}

এর পাশাপাশি কথা হতে পারে ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতি নিয়েও। সূত্রের খবর, মার্কিন প্রেসিডেন্টের খামখেয়ালি শুল্কনীতির কড়া প্রতিক্রিয়া জানাতে পারেন ব্রিকসের নেতারা। উল্লেখ্য, ভারত, চিন, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা ও রাশিয়াকে নিয়ে তৈরি হয়েছে ব্রিকস গোষ্ঠী। প্রত্যেক বছর ঘুরিয়ে ফিরিয়ে কোনও না কোনও সদস্য দেশ ব্রিকস সম্মেলনের আয়োজন করে। গত বছরের অক্টোবর মাসে এই সম্মেলনের আসর বসেছিল রাশিরার কাজানে।

{ads}

 

News Breaking News BRICS Modi সংবাদ

Last Updated :