header banner

Modi : এক দিনে তিনটি রাজ্য সফর মোদীর

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : একেই বলে ব্যস্ততা। এই মুহূর্তে চূড়ান্ত ব্যস্ত ভারতের প্রধানমন্ত্রী। এমনিতেই বার বার বিদেশে যেতে হচ্ছে বিভিন্ন কর্মসূচি নিয়ে। তার উপর দেশের অভ্যন্তরে প্রচুর কাজ। সেই কারণেই সোমবার একই দিনে বিভিন্ন সরকারি কর্মসূচি নিয়ে তিনি দেশের তিন রাজ্যে গেলেন। প্রধানমন্ত্রীর পুরো সফরকে যদি এক লাইনে সংক্ষেপে বলতে হয়, তাহলে বলতে হবে, মধ্যপ্রদেশে প্রাতঃরাশ, বিহারে মধ্যাহ্নভোজ ও অসমে নৈশ আহার করেছে তিনি।

{link}

এদিনের সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Modi) মধ্যপ্রদেশে বিনিয়োগ সংক্রান্ত শীর্ষ সম্মেলনের সূচনা করেন। এই শীর্ষ সম্মেলনের মাধ্যমে মধ্যপ্রদেশের শিল্প ও ব্যবসার ক্ষেত্রে উন্নয়ন হবে বলেই মনে করা হচ্ছে। মধ্যপ্রদেশে সেই সম্মেলনের সূচনায় মোদী বলেন, “গত দুই দশকে পরিবর্তনের একটা যুগ দেখেছে এই রাজ্য। রাস্তা সম্প্রসারিত হয়েছে, রেলপথ বিদ্যুতায়িত হয়েছে, বিনিয়োগকারীদের আগ্রহও বেড়েছে।” মধ্যপ্রদেশের পর, বিহারের ভাগলপুরে যান প্রধানমন্ত্রী। সেখান থেকে সারা দেশের কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি যোজনার টাকা স্থানান্তর করেছেন তিনি।

{link}

এই যোজনায় লক্ষ লক্ষ কৃষক পরিবার বার্ষিক ৬ হাজার টাকা করে আর্থিক সাহায্য পায়। প্রধানমন্ত্রী সেখানে গিয়ে বলেন, মাখনা উন্নয়ন বোর্ড গঠনে আমাদের পদক্ষেপ বিহারের কৃষকদের জন্য অত্যন্ত লাভজনক হতে চলেছে। ভাগলপুরের কর্মসূচি সেরে প্রধানমন্ত্রী মোদী অসমের গুয়াহাটিতে পৌঁছন। সেই সফরের সময় প্রধানমন্ত্রী মোদী চা শিল্পের ২০০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দেন। সেখানে চা বাগানের শ্রমিক এবং আদিবাসীরা ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন করেন।

News Breaking News Modi PM সংবাদ

Last Updated :