header banner

Mohan Bhagwat: 'হিন্দু ছাড়া পৃথিবী থাকবে না!', মন্তব্য RSS প্রধানের

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: 'হিন্দুত্ব' শুধু কোনো ধর্ম নয়, হিন্দুত্ব হলো বিশ্ব মানবতার অপর এক নাম। হিন্দু ছাড়া পৃথিবী থাকবে না। একথা বললেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) প্রধান মোহন ভাগবত। মণিপুর সফরে গিয়ে সময় এক সমাবেশে ভাষণ দিতে গিয়ে ভাগবত জোর দিয়ে বলেছেন যে হিন্দু সমাজ বিশ্বকে টিকিয়ে রাখার মূল কেন্দ্রবিন্দু। হিন্দু সমাজ অমর। তিনি উল্লেখ করেছেন যে ইউনান (গ্রিস), মিশর এবং রোমের মতো সাম্রাজ্যকে অতিক্রম করেছে হিন্দু সমাজ। তিনি বলেন, 'বিশ্বের প্রতিটি জাতি সব ধরনের পরিস্থিতি দেখেছে। ইউনান (গ্রিস), মিশর এবং রোম, সমস্ত সভ্যতা পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গিয়েছে। আমাদের সভ্যতায় এমন কিছু আছে, যার কারণে আমরা এখনও এখানে আছি।

{link}

  হিংসা পরবর্তী মণিপুরে প্রথমবার এসে আরএসএস প্রধান হিন্দু সমাজকে ধর্মের বিশ্বব্যাপী রক্ষক হিসেবে তুলে ধরেছেন। তিনি বলেছেন, 'ভারত একটি অমর সভ্যতার নাম। আমরা আমাদের সমাজে এমন একটি নেটওয়ার্ক তৈরি করেছি। যার কারণে হিন্দু সম্প্রদায় সর্বদা সেখানে থাকবে। হিন্দুদের অস্তিত্ব বিলুপ্ত হলে পৃথিবীও বিলুপ্ত হয়ে যাবে।'

{ads}

RSS Chief Mohan Bhagwat News Bengali News RSS News BJP News Mohan Bhagwat Comments সংবাদ হিন্দু আরএসএস

Last Updated :

Related Article

Latest Article