header banner

Sri Lanka : পাওয়ার গ্রিডে বাঁদর

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : কিছুটা হলেও অবাক হয়ে যাচ্ছেন তো! রামায়নে হনুমান (Monkey) লঙ্কা পুড়িয়ে ছাড়খার করে দিয়েছিলো। এবারও প্রায় তেমনই কান্ড ঘটলো শ্রীলঙ্কায়। শ্রীলঙ্কায় (Sri Lanka) রবিবার এক অদ্ভুত ঘটনার সাক্ষী থাকল দেশবাসী। একটি বানরের কারণে পুরো দেশজুড়ে বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়, যা কয়েক ঘণ্টা স্থায়ী ছিল। বিদ্যুৎমন্ত্রী কুমারা জয়কোডি জানান, পানাদুরা এলাকার একটি বিদ্যুৎ সাবস্টেশনে বানরের সংস্পর্শে আসার ফলে এই বিপত্তি ঘটে।

{link}

সকাল সাড়ে ১১টার দিকে পুরো বিদ্যুৎ গ্রিড বিকল হয়ে যায়, যদিও কয়েক ঘণ্টার মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। মন্ত্রী আরও জানান, হাসপাতালসহ গুরুত্বপূর্ণ স্থানগুলিতে এক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধার করা হয়। তবে সরকার সতর্কতা জারি করেছে যে এই বিদ্যুৎ বিভ্রাটের ফলে দেশের জল সরবরাহ মারাত্মকভাবে প্রভাবিত হতে পারে। এই বিদ্যুৎ বিভ্রাট শ্রীলঙ্কার জন্য এক নতুন সমস্যার জন্ম দিয়েছে। ২০২২ সালের আগস্টের পর এটিই প্রথম বিদ্যুৎ বিভ্রাট। সেবার দেশটি মারাত্মক অর্থনৈতিক সংকটে পড়ে, যার ফলে দীর্ঘ ১২ ঘণ্টার বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছিল।

{link}

বৈদেশিক মুদ্রার ঘাটতি, জ্বালানি সংকট এবং অর্থনৈতিক দুর্দশার কারণে সে সময় দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। তৎকালীন রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষে দেশ ছেড়ে পালিয়ে যান এবং পরে পদত্যাগ করেন। এই সংকট মোকাবিলায় ভারত শ্রীলঙ্কাকে ৪ বিলিয়ন মার্কিন ডলার ঋণ প্রদান করেছিল, যা শ্রীলঙ্কার অর্থনীতি পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে সাম্প্রতিক বিদ্যুৎ বিভ্রাট নতুন করে উদ্বেগ বাড়িয়েছে, বিশেষত যখন দেশটি এখনও তার অর্থনৈতিক পুনরুদ্ধারের পথে রয়েছে। 

{ads}

News Breaking News Sri Lanka Monkey সংবাদ

Last Updated :