শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: শীতকালে তাপমাত্রা নেমে যায় হিমাংকে। আর সেই সময় প্রবল ঠান্ডার কারণে জঙ্গিরা জম্বু ও কাশ্মীরকে এড়িয়ে যেতে চায়। কিন্তু ভারত সরকারের কাছে খবর অন্তত ৩০ জন পাকিস্তানপন্থী জঙ্গিকে ঢুকিয়ে দেওয়া হয়েছে ভারতে। প্রবল ঠান্ডাকে কাজে লাগিয়ে তারা উপত্যকায় নাশকতা ছড়ানোর ছক কষছে। গোয়েন্দাদের তরফে এমন খবর পাওয়ার পরেই বড়সড় অপারেশন শুরু করেছে ভারতীয় সেনা। শীত পড়ার আগেই বিপুল পরিমাণে জঙ্গিকে ভারতে পাঠানোর চেষ্টা করা হয়। শীত পড়ে গেলে বরফঢাকা সীমান্ত পেরিয়ে কাশ্মীরে ঢোকা কঠিন। কিন্তু গোয়েন্দা সূত্রে খবর, এবছর শীতে ৩০ জনেরও বেশি পাক জঙ্গির উপস্থিতি টের পাওয়া গিয়েছে ভূস্বর্গে। মূলত মাঝারি এবং উঁচু পাহাড়ি এলাকায় তারা ঘাঁটি গেড়েছে, যেখানে আমজনতার বসবাস খুবই কম।
{link}
গোয়েন্দাদের অনুমান, প্রবল ঠান্ডায় নজরদারি কম থাকার সুযোগ নিয়ে জঙ্গিরা নিজেদের কাজ গুছিয়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছে। ৪০দিন ব্যাপী চিল্লাই কালানের সময়ে লুকিয়ে পড়ে রণকৌশল সাজাতে চাইছে জঙ্গিরা। সেকারণেই জোরকদমে উপত্যকায় শুরু হয়েছে জঙ্গি দমন অভিযান। সেনার পাশাপাশি জম্মু-কাশ্মীর পুলিশ, সিআরপিএফ, বনদপ্তর-সহ আরও বেশ কয়েকটি বাহিনী একযোগে শামিল হয়েছে এই অপারেশনে। জঙ্গিদের গতিবিধি আঁচ করে যত দ্রুত সম্ভব অপারেশন শুরু করবে এই বাহিনী। এবার জঙ্গিরা পিছুহটা শুরু করেছে। তবে ভারতীয় সেনাবাহিনীর হাত থেকে তাদের বাঁচা খুবই মুশকিল।
{ads}