header banner

Makkah : মক্কায় হজে মৃত্যু পাঁচশোরও বেশি তীর্থযাত্রীর

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : প্রচন্ড গরম, অসহ্য গরমের কারণে মক্কায় হজে মৃত্যু পাঁচশোরও বেশি তীর্থযাত্রীর। হজ যাত্রীরা বেশিরভাগই মিশরের বাসিন্দা বলে জানা গেছে। এছাড়া বেশ কিছু  রয়েছেন ইরান ও জর্ডনের। আরব বিদেশমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, মক্কার বড় মসজিদে সোমবার তাপমাত্রা ছিল ৫১.৮ ডিগ্রি সেলসিয়াস। সৌদি আবহাওয়া দফতর এই তথ্য জানিয়েছে।

{link}

 অসহ্য গরমের কারণে মৃত্যু হয়েছে তীর্থযাত্রীদের।  যাঁরা গরম সহ্য না করতে পেরে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন, তাঁদের অধিকাংশই মিশরীয়। ৩২৩ জন মিশরবাসীর মৃত্যু হয়েছে গরমে।সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, এছাড়াও প্রায় ২০০০ জন তীর্থযাত্রীর চিকিৎসা চলছে। তাও এই হিসেব গত রবিবার পর্যন্ত।

{link}

একটি সংবাদ মাধ্যমে প্রতিবেদন অনুসারে সোমবার দিন মক্কার মূল মসজিদে তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৫১.৮, ৫২ ডিগ্রি আশেপাশে ছিল তাপমাত্রা। তীব্র গরম ও ভিড়ের কারণে অধিকাংশের মৃত্যু হয়েছে।সৌদি আরবের প্রশাসনিক সূত্র মারফত খবর মিলেছে, চলতি বছরে মোট তীর্থযাত্রীর সংখ্যা ১৮ লক্ষ। যার মধ্যে ১৬ লক্ষ তীর্থযাত্রী হলেন বাইরের।

{ads}

News Breaking News Makkah Saudi Arabia Hajj Iran Jordan Death Weather Report Summer mosque Muslim Pilgrim Weather Update সংবাদ

Last Updated :