শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : 'মা' শব্দের মহাত্ম অনেক। কিন্তু যথার্থ মাতৃত্ববোধ যে সকলের থাকে না তা প্রমাণ করলেন দক্ষিণ আফ্রিকার (South Africa) এক ৮ মাসের সন্তানের মা। যদিও ওই মহিলার দাবি, খানিক বাধ্য হয়েই তিনি এহেন সিদ্ধান্ত নিয়েছেন। এমনকী মহিলা নিজের কৃতকর্মের জন্য অনুশোচনা ব্যক্ত করেন। সন্তানকে বিক্রি করার পরেই তিনি মানবিকভাবে আরও ভেঙে পড়েছিলেন।
{link}
ঘটনা হলো, সম্প্রতি অর্থের চাহিদায় সুদূর দক্ষিণ আফ্রিকায় রীতিমত ফেসবুকে (Facebook) বিজ্ঞাপন দিয়ে শিশু বিক্রির চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। তবে ঘটনা ‘চাঞ্চল্যকর’ হওয়ার কারণ শিশু বিক্রির সেলসম্যান আর কেউ নয়, বরং একরত্তি ওই শিশুটির মা নিজেই!এই ঘটনায় বিস্মিত বিশ্বের নাগরিক মহল। অবশ্য পুলিশ দ্রুততার সঙ্গে তাকে গ্রেফতার করেছে। জানা গিয়েছে, অক্টোবর মাসে ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে শিশুটি বিক্রি হয়। প্রথমে ইচ্ছুক ক্রেতার সঙ্গে সামাজিক মাধ্যমে মোবাইল নম্বরের আদানপ্রদান হয়। তারপর ‘সেলসম্যান’ মা নিজের সন্তানকে বিক্রির ‘ডিল’ করতে ওই ইচ্ছুক ক্রেতার সঙ্গে দেখা করেন সাউথ আফ্রিকার প্রিটোরিয়ার চেয়ে খানিক দূরের একটি জায়গায়।
{link}
সেখানেই ‘পণ্য’ হিসাবে বিক্রি করা হয় বাচ্চাটিকে। প্রচুর টাকা নিয়ে, নিজের সন্তানকে দিয়ে তিনি বাড়ি ফিরে যান। পরে অবশ্য তিনি অনুশোচনা করেছেন। ফলে সন্তানকে পুনরায় ফিরে পাওয়ার বাসনাও তাঁর মধ্যে বাড়তে থাকে। এরপর তিনি সংবাদ মাধ্যমের দ্বারা আবেদন করেন, “যিনি আমার সন্তানকে কিনেছেন তিনি জোহানেসবার্গের ওরেঞ্জ ফার্মের কাছেই থাকেন। আমি তাঁর কাছেও আমার ভুল সিদ্ধান্তের কথা বলেছিলাম।”এবার নিজের সন্তানকে তিনি ফিরে পেতে চান। পুলিশ তৎপর হয়েছে এই ঘটনায়।
{ads}