header banner

Donald Trump : ট্রাম্পের সঙ্গে আবারও মুকেশ আম্বানি

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : ভারত-পাক পরিস্থিতিতে ট্রাম্পের সঙ্গে কিছুটা দূরত্ব বেড়েছে ভারতের। কিন্তু ট্রাম্পের বন্ধু মুকেশ আম্বানির সঙ্গে সম্পর্ক আরও নিবিড় হয়েছে। আম্বানির সঙ্গে ‘দোস্তি’ এখনও মজবুতই আছে ডোনাল্ড ট্রাম্পে (Donald Trump)। বুধবার কাতারে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সৌজন‌্য সাক্ষাৎ করলেন রিলায়েন্স (Reliance) কর্তা।

{link}

দোহার প্রাসাদে ট্রাম্পের সঙ্গে নৈশভোজেও যোগ দেন মুকেশ আম্বানি (Mukesh Ambani)। ট্রাম্প-মোদির এই সাক্ষাতের এই ছবি প্রকাশ্যে আসতেই রিলায়েন্সের শেয়ারের দাম প্রায় ২ শতাংশ বেড়ে যায়। এর আগে দ্বিতীয় দফায় মার্কিন প্রেসিডেন্ট পদে ট্রাম্পের শপথের দিনও সস্ত্রীক মুকেশ হোয়াইট হাউসে উপস্থিত ছিলেন। এদিন দোহায় লুসেইল প্রাসাদে সে দেশের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির দেওয়া সরকারি নৈশভোজে যোগ দেন দু’জনে। আমন্ত্রিত ছিলেন স্পেসএক্স কর্তা এলন মাস্কও।

{link}

তবে এদিন ট্রাম্প-মুকেশের মধ্যে মাত্র কয়েক মিনিটের কথা হয়। মূলত সৌজ‌ন‌্যমূলক বার্তাই আদানপ্রদান করেন দু’জনে। ট্রাম্পের শুল্কনীতি নিয়ে সারা বিশ্ব উদ্বিগ্ন। এই পরিস্থিতিতে মুকেশ মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ব‌্যবসায়িক আলোচনায় বসতে পারেন বলে তাঁদের সাক্ষাৎকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছিলেন কূটনীতিকরা। তেল, তথ্যপ্রযুক্তির মতো আম্বানিদের বহু ব্যবসায়িক সিদ্ধান্তে আমেরিকার নানা আর্থিক নীতির প্রভাব রয়েছে।

{ads}

News Breaking News Mukesh Ambani Donald Trump সংবাদ

Last Updated :