header banner

India-Bangladesh : ভারত-বাংলাদেশ সীমান্তে একাধিক বাঙ্কার

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক :  চিন ও পাকিস্তানের উস্কানিতে ইউনুস সরকার (Yunus ministry) অকারণে সীমান্তে একটা যুদ্ধের পরিবেশ তৈরী করছে। কখনো কাঁটা তারের বেড়া দিতে বাধা দিচ্ছে, কখনো চোরা চালনকারীদের উস্কে দিচ্ছে। আর এবার তো মাটির তলায় BSF খুঁজে পেলো একাধিক বাঙ্কার। প্রজাতন্ত্র দিবসের আগে ভারত-বাংলাদেশ (India-Bangladesh) সীমান্তে তিনটি বাঙ্কারের খোঁজ পেল বিএসএফ (BSF)।

{link}

নদীয়ার (Nadia) কৃষ্ণগঞ্জের মাজদিয়ায় সীমান্তরক্ষী বাহিনী মাটি খুঁড়ে এই বাঙ্কারগুলির হদিশ পায়। এই বাঙ্কার উদ্ধারকে ঘিরে এলাকায় যথেষ্টই উত্তেজনা ছড়িয়েছে। মাজদিয়া সীমান্ত লাগোয়া সুধীররঞ্জন লাহিড়ী মহাবিদ্যালয়ের সামনের এলাকায় হদিশ পাওয়া এই বাঙ্কার থেকে উদ্ধার হয় লক্ষ লক্ষ বোতল নিষিদ্ধ কাশির সিরাপ। চতুর্থ একটি বাঙ্কারের খোঁজ পায় শনিবার।

{link}

প্রশ্ন উঠেছে, বাঙ্কার তৈরি করেই কী তাহলে ভারতে অনুপ্রবেশের ছক কষছিল বাংলাদেশিরা? এখন সেই প্রশ্নই জোরাল হয়েছে। এদিন যে বাঙ্কারটির খোঁজ মিলেছে তার উপরে অর্থাৎ মাটির উপরের অংশে আবার কংক্রিটের একটা গেটও করা হয়েছে। অর্থাৎ ওই এলাকায় বেশ কিছুদিন ধরেই তৈরি করা হয়েছিল বাঙ্কারগুলি। কিন্তু, কীভাবে তা প্রশাসনের নজর এড়িয়ে গেল? যদি বাংলাদেশিদের কাজ হয়ে থাকে তাহলে তারা তা করল কীভাবে তা নিয়েও তৈরি হয়েছে জল্পনা।

{ads}

News Breaking News Yunus ministry India-Bangladesh BSF সংবাদ

Last Updated :