header banner

Myanmar : ভূমিকম্পে ধ্বংসস্তুপে পরিণত হয়েছে মায়ানমার

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : শুক্রবারের ভূমিকম্পে (Earthquake) ধ্বংসস্তুপে পরিণত হয়েছে মায়ানমার (Myanmar)। থ্যাইল্যান্ডে (Thailand) ভালো ক্ষয় ক্ষতির খবর পাওয়া যাচ্ছে। সেই ভূমিকম্প অনুভূত হয়েছে দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন অঞ্চলে। শুক্রবার বেলা ১১টা ৫০ মিনিট ও ১২টা ২ মিনিটে পরপর হওয়া দুটি ভূমিকম্পের জেরে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা।

{link}

জানা গিয়েছে, মায়ানমারের মান্দালয়ে ভূমিকম্পের জেরে ধসে গিয়েছে আস্ত একটি মসজিদ। মাটিতে মিশে গিয়েছে গোটা মসজিদ। যার জেরে মসজিদের ভেতরে থাকা কমপক্ষে ২০ জন মারা গিয়েছেন। ভূমিকম্পের জেরে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে মান্দালয় বিশ্ববিদ্যালয়ও। আগুনও ধরে যায় গোটা বিশ্ববিদ্যালয়ে। নিকষ কালো ধোয়ায় ঢেকে যায় চারপাশ। অগ্নিকাণ্ডের যার জেরে বহু হতাহতের আশঙ্কা রয়েছে। মায়ানমারের তাউনগোতে ভূমিকম্পের জেরে ভেঙে গিয়েছে বৌদ্ধ সন্ন্যাসীদের মঠ। শেষ খবর পাওয়া পর্যন্ত শুধু মায়ানমারেই ৫৫ জন মৃত ও কমপক্ষে ২০০ জন আহত বলে খবর।

{link}

হতাতের সংখ্যা অনেক বাড়তে পারে বলেই আশঙ্কা। মায়ানমারের রাজধানী ইয়াঙ্গনে (Yangon) বড় বড় সমস্ত হাসপাতালগুলি কার্যত মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। তবে শুধু মায়ানমারই নয়। ভূমিকম্পের প্রভাবে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে থাইল্যান্ড ও রাজধানী ব্যাঙ্কক। কম্পনের জেরে ব্যাঙ্ককে নির্মীয়মাণ বহুতল ভেঙে পড়ার দৃশ্য দেখে সোশ্যাল মিডিয়ায় আঁতকে উঠছেন সকলে। থাইল্যান্ডের উপ প্রধানমন্ত্রী জানান, নির্মীয়মাণ বহুতল ভেঙে এখনও পর্যন্ত ৮১ জন শ্রমিকের কোনও খোঁজ মেলেনি। ধ্বংসস্তূপের নিচেই তারা চাপা পড়ে রয়েছেন বলে অনুমান। ইতিমধ্যেই মারা গিয়েছেন ৪ জন। আহত প্রায় জনা ৫০।

{ads}

News Breaking News Myanmar Earthquake সংবাদ

Last Updated :