header banner

Bihar Election Result: বিহারে গেরুয়া ঝড়! রাহুল-তেজস্বীকে পূর্ণ প্রত্যাখান, মোদি-নিতীশেই আস্থা মানুষের

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: প্রকাশ্যে বিহার নির্বাচনের ফলাফল। বিজেপির গেরুয়া ঝড়ে ধুয়ে মুছে সাফ তেজস্বী ও রাহুলের মহা জোট। বিহারের স্থানীয় মানুষের মনে এখনও মোদি মোদি রব। একটি সংবাদ সংস্থা সূত্রে খবর, শুক্রবার সকাল থেকেই লড়াইয়ে পাল্লা ভারি ছিল এনডিএ জোটের। লড়াইয়ে ছিল মোট ২৪৩ টি আসন। ম্যাজিক ফিগার ছিল ১২২। সেই লক্ষ্যমাত্রা অনায়াসেই পেরিয়ে গিয়েছে এনডিএ জোট। প্রকাশিত ফলাফল অনুসারে, এনডিএ -এর দখলে গিয়েছে মোট ২০২ টি আসন। বড়সড় জয় পেয়েছে গেরুয়া শিবির। অপরদিকে, তেজস্বী ও রাহুলের মহাজোটের দখলে এসেছে মাত্র ৩৫ টি আসন। লড়াইয়ের ময়দানে প্রাসঙ্গিক থাকলেও, ফলাফলে মুখ থুবড়ে পড়েছে কংগ্রেস। একই অবস্থা খ্যাতনামা ভোট বিশেষজ্ঞ প্রশান্ত কিশোরের জন সূরজ পার্টির। বিহারের ভোটের ফলাফলে খাতাই খুলতে পারেনি তাঁর দল। অপরদিকে অন্যান্যদের দখলে গিয়েছে ৬ টি আসন।  

{link}

দলের এই জয়ে স্পষ্টভাবেই প্রফুল্ল নরেন্দ্র মোদি। এনডিএ -এর এই জয় বাংলায় বিজেপির আগমনের পথ প্রশস্ত করবে বলে ধারণা করছেন তিনি। বিজেপির আগামী দিনের লক্ষ্য ২৬ -এর বিধানসভা ভোটে বাংলা দখল করা। বিহারের এই জয় যে বাস্তবিকভাবেই সেই ক্ষেত্রে বাড়তি অক্সিজেন প্রদান করবে, সেই বিষয়টি কার্যত স্পষ্ট বলে জানাচ্ছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। অপরদিকে এখনও বিহারে রাজনীতির ভরকেন্দ্রে রইলেন সেই নীতিশ। লালু প্রসাদ যাদবে আজও ভরসা নেই বিহারের মানুষের। এই বিষয়টিও ভোটের ফলাফলে স্পষ্ট। 

{ads}

Bihar Election Bihar Election Result 2025 Bihar Election News Narendra Modi Rahul Gandhi Tejaswi Yadav Laluprasad Yadav NDA বিহার বিহার নির্বাচন বিজেপি বিহার নির্বাচনের ফলাফল

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article