header banner

Rural Employment: আপত্তি সত্ত্বেও বিল পাশ! MNREGA থেকে বাদ মহাত্মার নাম, বিক্ষোভ বিরোধীদের

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: বিরোধীদের অভিযোগ দেশে থেকে মহাত্মা গান্ধীর নাম মুছে ফেলতে তৎপর হয়ে উঠেছে বিজেপি সরকার। তারই প্রমাণ হলো 'মনরেগা' থেকে মুছে ফেলা হলো গান্ধীজিকে। ফলে তীব্র প্রতিবাদ করেন বিরোধী সাংসদরা।  বিরোধীদের তুমুল আপত্তি উড়িয়ে মাঝরাত পর্যন্ত চলা আলোচনা পর্বের পর রাজ্যসভাতেও সবুজ সংকেত পেল নতুন বিলটি। তারপরই প্রতিবাদে ওয়াকআউট করেন বিরোধী সাংসদরা। তাদের কথায়, মনরেগা বা মহাত্মা গান্ধীর নামাঙ্কিত আইন মুছে কৌশলে ‘রামনাম’ ঢোকানো হয়েছে। এর প্রতিবাদে পুরনো সংসদ ভবনের সামনে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে ধরনায় বসে পড়েন কংগ্রেস, ডিএমকে-সহ অন্যান্য সাংসদরা। এদিন সদনে ‘দ্য বিকশিত ভারত- গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন (গ্রামীণ), ভিবি-জি রাম জি বিল ২০২৫’ পাশের জবাবি ভাষণ শুরু করেন কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রী শিবরাজ সিং। সঙ্গে সঙ্গে বিরোধী সাংসদরা প্রতিবাদে ফেটে পড়েন। 

{link}

  গান্ধীজির গ্রাম স্বরাজের ছবি হাতে তাঁরা নেমে আসেন ওয়ালে। স্লোগান ওঠে, ‘উই ওয়ান্ট নারেগা! রামজি বিল ওয়াপস লো! মোদি সরকার হায় হায়!’ বিলের কপি ছিড়ে বিক্ষোভ দেখান বিরোধী কংগ্রেস, তৃণমূল, ডিএমকে, আরজেডি, সমাজবাদী পার্টির সাংসদরা। চলে প্রবল হট্টগোল। তারই মধ্যে মাঝরাতে রাজ্যসভায় ধ্বনি ভোটে বিল পাশ হতেই ওয়াকআউট করে ধরনায় বসে পড়েন বিরোধী সাংসদরা। শুধু লোকসভা নয়, রাজ্যসভাতেও ‘জি রাম জি’ বিলের প্রতিবাদ জানান তৃণমূলের বক্তা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, দোলা সেন আর ডেরেক ও’ব্রায়েন।

{ads}

MNREGA Act VBG RAM G Bill Rural Employment Act Congress BJP Mahatma Gandhi সংবাদ রাজনীতি তৃণমূল বিজেপি

Last Updated :

Related Article

Care and Cure 1
Care and Cure 1

Latest Article