header banner

Parliament Winter Session: "সংসদ নাটক করার জায়গা নয়!", SIR ইস্যুতে বিরোধীদের কড়া আক্রমণ প্রধানমন্ত্রীর

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: শুরু হয়ে গেল শীতকালীন অধিবেশন। বিরোধীরা আস্তিন গুটিয়েছে বেশ কয়েকটি ইস্যুকে সামনে রেখে। তারমধ্যে অন্যতম ইস্যু হলো -'SIR'। আই এই নিয়েই প্রবল ক্ষুব্ধ প্রধানমন্ত্রী। সংসদ নাটক করার জায়গা নয়। সোমবার শীতকালীন অধিবেশন শুরুর আগে কংগ্রেস-সহ অন্যান্য বিরোধীদের নজিরবিহীনভাবে আক্রমণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার তার পালটা দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর সাফ প্রশ্ন, এসআইআর নিয়ে প্রশ্ন তুললেই সেটাকে নাটক বলে দাগিয়ে দেওয়া হবে কেন? মোদির মন্তব্যের পালটা দিয়েছে কংগ্রেসও। দিল্লি বিস্ফোরণ, এসআইআর, বিএলওদের আত্মহত্যার মতো নানা ইস্যুতে উত্তপ্ত হতে পারে সংসদের শীতকালীন অধিবেশন, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। 

{link}

 তাই সংসদের অন্দরে পরিস্থিতি উত্তাল হওয়ার আগেই ‘রণংদেহি’ মূর্তি ধারণ করেন প্রধানমন্ত্রী স্বয়ং। প্রথামাফিক ভাষণ দিতে এসে সটান বিরোধীদের আক্রমণ করে বসেন। সাফ জানিয়ে দেন, “যারা নাটক করতে চায়, করতেই পারে। কিন্তু এটা নাটকের জায়গা নয়, কাজের জায়গা। এখানে স্লোগান নয়, নীতির প্রতি জোর দিতে হবে।” প্রধানমন্ত্রীর এহেন আক্রমাণাত্মক মন্তব্যের তুমুল সমালোচনা বিরোধীদের মধ্যে। সোমবার মহেশতলায় সেবাশ্রয় শিবিরের উদ্বোধনে গিয়ে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বলেন, “এসআইআর ৪০ জনের প্রাণ কেড়েছে। সেটা নিয়ে প্রশ্ন তোলাকে নাটক বলে মনে হয়? কমিশন কেন এত তাড়াহুড়ো করছে? কেন্দ্র কেন জবাব দেবে না? মানুষের মৃত্যুকে ড্রামা বলে দাগিয়ে দিচ্ছে বিজেপি।"

{ads}

Narendra Modi Winer Session of Parliament Abhishek Banerjee SIR News SIR Issue Bengali News সংবাদ মোদি রাজনীতি

Last Updated :

Related Article

Care and Cure 1
Care and Cure 1

Latest Article