শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: নির্বাচন যে বড়ো দায় তা বার বার করে প্রমাণ করেছে ভারতীয় রাজনৈতিকরা। সামনেই বিধানসভা নির্বাচন। স্বাভাবিক কারণেই এখন সকলেই 'দাতা কর্ণ' হতে চাইছেন। এই পরিস্থিতিতেই বাংলা পেতে চলেছে তিনটি নতুন ট্রেন। তা আবার উত্তরবঙ্গ - যেই জায়গা মূলত বিজেপির শক্ত ঘাঁটি বলে পরিচিত। আগামী ১৭ জানুয়ারি তিনি মালদায় পৌঁছে মোট সাতটি দূরপাল্লার ট্রেনের যাত্রা শুরু করবেন। এর মধ্যে রয়েছে ভারতের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন এবং ছ’টি অমৃত ভারত এক্সপ্রেস। এই নতুন ট্রেনগুলি উত্তরবঙ্গকে দেশের বিভিন্ন প্রান্তের সঙ্গে আরও মজবুতভাবে যুক্ত করবে।
{link}
রেল সূত্রে জানা গিয়েছে, বন্দে ভারত স্লিপার ট্রেনটি হাওড়া ও আসামের কামাখ্যার মধ্যে চলাচল করবে। পাশাপাশি ছ’টি অমৃত ভারত এক্সপ্রেস পশ্চিম ও দক্ষিণ ভারতের একাধিক গুরুত্বপূর্ণ শহরের সঙ্গে উত্তরবঙ্গের যোগাযোগ বাড়াবে। প্রস্তাবিত রুটগুলির মধ্যে রয়েছে- নিউ জলপাইগুড়ি-নাগেরকোয়েল, নিউ জলপাইগুড়ি-চার্লাপল্লি, নিউ আলিপুরদুয়ার-ব্যাঙ্গালোর, আলিপুরদুয়ার জংশন-পানভেল, বালুরঘাট-ব্যাঙ্গালোর এবং রাধিকাপুর-ব্যাঙ্গালোর। পূর্ব রেলওয়ের প্রধান জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি জানান, প্রধানমন্ত্রী দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনসহ একাধিক নতুন ট্রেনের যাত্রা শুরু করবেন। সেই সঙ্গে মালদা থেকে বেশ কয়েকটি রেল প্রকল্পেরও উদ্বোধন হবে। অনুষ্ঠান সফল করতে সব রকম প্রস্তুতি নেওয়া হচ্ছে। এছাড়াও প্রধানমন্ত্রী নিউ কোচবিহার-বামনহাট এবং নিউ কোচবিহার-বক্সিরহাট রেলপথের বিদ্যুতায়নের উদ্বোধন করতে পারেন। অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় সংস্কার হওয়া মালদা টাউন ও কামাখ্যাগুড়ি স্টেশনও তাঁর হাত দিয়ে উদ্বোধনের সম্ভাবনা রয়েছে।
{ads}