header banner

KP Sharma Oli : জনতার চাপেই পদ ছাড়লেন নেপালের প্রধানমন্ত্রী

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : শ্রীলঙ্কা, বাংলাদেশের পরে এবার নেপাল (Nepal) বিদ্রোহের আগুনে জ্বলছে। অবশেষে পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী। জনতার চাপে শেষপর্যন্ত এই সিদ্ধান্তে নিতে বাধ্য হলেন কেপি শর্মা ওলি (KP Sharma Oli)। ব্যাপক বিদ্রোহ ও বিক্ষোভের পর তাঁকে পদত্যাগ করতে হয়েছে। প্রসঙ্গত, মঙ্গলবার নেপালে, বিক্ষোভকারীরা রাষ্ট্রপতি রামচন্দ্র পাউডেল (Ram Chandra Poudel) এবং প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির ব্যক্তিগত বাসভবনে আগুন ধরিয়ে দেয় এবং ভাঙচুর করে।

{link}

ভারতের প্রতিবেশী দেশ নেপালে যেন হিংসা থামছেই না। সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞা এবং দুর্নীতির বিরুদ্ধে শুরু হওয়া বিক্ষোভ সোমবার সহিংস রূপ নেয়। পুলিশ যুবকদের একটি ভিড়ের উপর গুলি চালায়, যার ফলে প্রায় ২০ জন মারা যায়। সেইসঙ্গে  ৩০০ জনেরও বেশি মানুষ আহত হয়। এরমাঝেই নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি তাঁর পদ থেকে পদত্যাগ করেছেন। ধারণা করা হচ্ছে যে কেপি ওলি দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন।

{link}

প্রথমে ওলি সেনাপ্রধান আশকো রাজকে যত তাড়াতাড়ি সম্ভব পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বলেন। এর পাশাপাশি, তিনি দেশ থেকে নিরাপদে বেরিয়ে যাওয়ার  জন্য সেনাবাহিনীর সাহায্য চান। সামরিক সূত্রের খবর, সেনাপ্রধান ওলিকে পদত্যাগ করতে বলেন। সেনাবাহিনী বলে, প্রধানমন্ত্রীকে ক্ষমতা ছাড়তে হবে, নইলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন। সম্ভবত তিনি দুবাইয়ে (Dubai) পালিয়ে যাবেন বলেই পরিকল্পনা করেছেন।

{ads}

 

News Breaking News Nepal KP Sharma Oli Nepo Kid Gen Z সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1
Care and Cure 1

Latest Article