শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : এটা অনেকটা সভ্যতার চাকা পিছন দিকে চালানো। গত শতাব্দীতে সারা বিশ্বে রাজতন্ত্রের অবসান ঘটিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়। দুএকটা ব্যতিক্রম ছিল, যার মধ্যে নেপাল একটি দেশ। অবশেষে গত নির্বাচনে নেপালে প্রতিষ্ঠিত হয় গণতান্ত্রিক সরকার।
{link}
আর এখন দেশের অনেক মানুষ চাইছেন সেই রাজতন্ত্রকে ফিরিয়ে আনতে। গত শুক্রবার থেকে সে দেশে পথে নেমে বিক্ষোভ দেখাচ্ছেন হাজার হাজার মানুষ। রাজতন্ত্র ফেরানোর দাবি তুলছেন তাঁরা। প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির সরকারের দাবি, প্রাক্তন রাজা জ্ঞানেন্দ্র শাহ-ই ষড়যন্ত্র করে ক্ষেপিয়ে তুলছেন তাঁর সমর্থকদের।
{link}
যদিও ক্রমশ নেপালে জোরাল হচ্ছে রাজতন্ত্র ফেরানোর দাবি। এই অবস্থায় জ্ঞানেন্দ্রকে গ্রেপ্তারির দাবি উঠেছে। এমনকী রাজার নিরাপত্তায় কাটছাঁট করেছে কেপি শর্মা ওলি সরকার। সব মিলিয়ে ধুন্ধুমার পরিস্থিতি হিমালয়ের পাদদেশে। তবে এখন পর্যন্ত বিদ্রোহ নিয়ন্ত্রনে আছে।
{ads}