header banner

GST : ২২ সেপ্টেম্বর থেকে কার্যকর নতুন জিএসটি কাঠামো

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : নয়া GST নীতি চালু হতে চলেছে আগামী ২২ তারিখ থেকে। সেদিন থেকেই অনেক প্রয়োজনীয় জিনিস সহ বহু ওষুধের দাম অনেকটা কমতে চলেছে। বৃহস্পতিবার বিকেলে কলকাতা (Kolkata) জাতীয় গ্রন্থগারে ভাষণ দিতে গিয়ে অর্থমন্ত্রী বলেন, বাংলার দেবীপক্ষকে স্মরণে রেখেই ওই দিন থেকে চালু হচ্ছে নয়া GST নীতি। এদিন তিনি বলেন, ‘আমাকে অনেকেই একাধিক তারিখ প্রস্তাব করেছিল। কেউ বলেছিলেন, ১০ তারিখ থেকে করুন। কেউ বলেছিলেন ১৫ তারিখ থেকে কার্যকর করুন। কিন্তু আমি বলেছিলাম, দাঁড়ান। বাংলায় পুজো কবে থেকে শুরু হচ্ছে? পিতৃপক্ষের পর দিন থেকে। সুতরাং নতুন জিএসটি প্রথম শুভ দিন হবে নবরাত্রির প্রথম দিন। অর্থাৎ মহালয়ার পরের দিন। এই সিদ্ধান্ত নেওয়ার নেপথ্যে বাংলার একটা প্রভাব রয়েছে।’ 

{link}

চলতি মাসের গোড়ায় জিএসটির কাঠামোয় বড় বদল এনেছে কেন্দ্রীয় সরকার। নতুন কাঠামোয় জটিলতা দূর করে মূল দু’টি করের হারের কথা ঘোষণা করেছে কেন্দ্র। যা কার্যকর হবে আগামী ২২ সেপ্টেম্বর থেকে। নতুন কাঠামোয় থাকছে ৫ শতাংশ এবং ১৮ শতাংশ কর। বাদ পড়েছে ১২ শতাংশ এবং ২৮ শতাংশ হারের কর। যার জেরে আগে যে সকল পণ্য ১২শতাংশ করের আওতায় ছিল, তা নেমে এসেছে ৫ শতাংশের হারে। যেগুলি ২৮ শতাংশ কর কাঠামোর অন্তর্গত ছিল সেগুলি নেমে এসেছে ১৮ শতাংশে। তবে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর (Nirmala Sitharaman) মুখে এই এই বাংলা-বাঙালি প্রসঙ্গকে ভোটের বাজার গরম করার সঙ্গে তুলনা করছেন একাংশ।

{link}

কেউ কেউ বলছেন, সামনেই নির্বাচন, তাই বিহারের মতো বাংলাকেও যে বিজেপি ‘উপহার’ দিতে ভোলেনি, সেই কথাটাই মনে করিয়ে দিয়েছেন নির্মলা। এই প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র কুণাল আবার তুলে ধরলেন কুফল-সুফলের কথা। তাঁর দাবি, ‘আজ উনি যে সুফল বোঝাচ্ছেন, সেটা তো ছিল কুফল। সুফলটা এনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ উনি যে জিএসটির কাঠামো করেছিলেন, তাতে ধনীতম ব্যক্তিদের ব্যবহৃত পণ্যে জিএসটি নেই বা কম।

{ads}

 

News Breaking News GST Nirmala Sitharaman সংবাদ

Last Updated :

Related Article

Latest Article