শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : এই মুহূর্তে ভারত ও পাকিস্তানের সংঘর্ষ বিরতি চলেছে। উচ্চ পর্যায়ের আলোচনায় তার সময়সীমা বাড়ানো হলো। আগামী ১৮ মে পর্যন্ত ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতি থাকবে। এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুই দেশের ডিরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশন (DGMO) ফের বৈঠকে বসবেন শীঘ্রই।
{link}
আলোচনা হবে সংঘর্ষ বিরতি ও সেনা প্রত্যাহার নিয়ে, সূত্র মারফত এমনটাই জানা গিয়েছে। এই মুহূর্তে পাকিস্তান সম্পূর্ণ কোনঠাসা। একদিকে ভারতীয় সেনা ও অন্যদিকে বলোচ বিদ্রোহীরা। পহেলগাঁওয়ের জঙ্গি হামলার বদলা নিয়েই গত ৭-৮ মে রাতে ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor) করেছে ভারত। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে ৯টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দিয়েছে। এরপর থেকেই সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে হামলা চালাচ্ছিল পাকিস্তান।
{link}
সীমান্তে গোলাগুলির পাশাপাশি ড্রোন-মিসাইল দিয়েও হামলা করে। দিনকয়েক টানা উত্তেজনা চলার পরই শেষে পাকিস্তান নতিস্বীকার করে। আমেরিকার মধ্যস্থতার পর ভারতকে ফোন করে পাকিস্তান, সংঘর্ষ বিরতির প্রস্তাব দেয়। ১০ মে দুই দেশের মধ্যে সংঘর্ষ বিরতি শুরু হয়। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই পাকিস্তান সেই সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছিল। গতকালই ভারত-পাকিস্তানের মধ্যে সীমান্ত ও নিয়ন্ত্রণ রেখায় সেনা ধীরে ধীরে কমিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা নিয়ে কথা হয়েছে। এবার সংঘর্ষ বিরতির মেয়াদ বাড়ানোরও ঘোষণা করা হল।
{ads}