header banner

Darjeeling: শৈলশহরকে নিয়ে কেন্দ্র ও রাজ্যের নতুন সংঘাত! বাড়ছে জটিলতা

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: কেন্দ্রের সঙ্গে রাজ্যের সংঘাত নতুন কিছু নয়। মমতা সরকারের শুরু থেকে কেন্দ্রের সংঘাত সামনে এসেছে। এবার দার্জিলিংকে নিয়ে নতুন সংঘাত। গোর্খাল্যান্ডের প্রশাসনিক কাঠামো ও জিটিএ–র কার্যক্রম নিয়ে দীর্ঘদিন ধরেই রাজ্য ও কেন্দ্রের মধ্যে সমন্বয়ের অভাব ছিল। সেই পুরনো দ্বন্দ্ব ফের সামনে এল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের সাম্প্রতিক সিদ্ধান্তে। দার্জিলিং, তরাই এবং ডুয়ার্সের গোর্খা সংগঠনগুলির সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা চালাতে মধ্যস্থতাকারী হিসাবে প্রাক্তন আইপিএস পঙ্কজকুমার সিংহকে নিয়োগ করেছে কেন্দ্র। আর সেই নিয়োগেই আপত্তি জানাল রাজ্য সরকার। সূত্র অনুযায়ী, এই নিয়ে এ মাসে দ্বিতীয়বার কেন্দ্রকে চিঠি পাঠালেন মুখ্যমন্ত্রী । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রাজ্যের সঙ্গে কোনও আলোচনা না করেই কেন্দ্র এই সিদ্ধান্ত নিয়েছে। আর এটাই তাঁর সবচেয়ে বড় আপত্তি। তিনি বলেন, এইভাবে প্রাক্তন আমলাদের ব্যবহার করলে তাঁদের মধ্যে কেন্দ্রের প্রতি বিশেষ আনুগত্য তৈরি হয়। এর ফলে পাহাড়ের পরিস্থিতি আরও জটিল হতে পারে।

{link}

   গতমাসেও মমতা একই অভিযোগ তুলে মোদীকে চিঠি দিয়েছিলেন। তখন প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছিল, বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রককে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু মুখ্যমন্ত্রীর দাবি, সেই নির্দেশ মানা হয়নি। উল্টে স্বরাষ্ট্র দপ্তর জানিয়েছে যে প্রাক্তন আমলাটি ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছেন। এটাকেই ‘বিস্ময়কর’ বলেছে রাজ্য।এই প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একেবারেই গুরুত্ব দিচ্ছেন না মুখ্যমন্ত্রীর অভিযোগকে। তিনি বলেন, ” মমতার এই চিঠির কোনও দাম নেই। কেন্দ্র যা করেছে, আইনের নিয়ম মেনে করেছে। একজন আইপিএস তো রাজনৈতিক ব্যক্তি নন।”

{ads}

Darjeeling News Mamata Banerjee Narendra Modi Central vs State Mamata Vs Modi Bengali News West Bengal সংবাদ দার্জিলিং বচসা রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article