শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Modi) ভারতের বাইরে আন্তর্জাতিক মহলে খুবই পরিচিত মুখ। সকলেই ভারতের প্রধান মন্ত্রীর শান্তির বাণীকে গ্রহণ করেছে। তাই ইতিমধ্যে নরেন্দ্র মোদী প্রায় ২০টি বিদেশী সম্মানে সম্মানিত হয়েছেন। এবার তার মাথায় আসতে চলেছে গায়ানা (Guyana) দেশের সর্বোচ্চ সম্মান ‘দ্য অর্ডার অব এক্সিলেন্স’।
{link}
জি ২০ সম্মেলনে (G20 conference) যোগ দিতেই ব্রাজিলে (Brazil) গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিন দেশের সফর ছিল তাঁর। প্রথমে যান নাইজেরিয়ায়, সেখান থেকে ব্রাজিলে জি ২০ সম্মেলনে যোগ দেন। শেষ ধাপে গায়ানা সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী। বুধবার সেখানে পৌঁছন তিনি। জানা গিয়েছে, গায়ানা তাদের দেশের সর্বোচ্চ সম্মান ‘দ্য অর্ডার অব এক্সিলেন্স’-এ সম্মানিত করতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।
{link}
বার্বাডোজ “অনারারি অর্ডার অব ফ্রিডম অব বার্বাডোজ” সম্মানে সম্মানিত করা হবে প্রধানমন্ত্রীকে। ভারতবাসী হিসাবে আমরা গর্বিত। এমন সম্মান প্রাপ্তির ফলে বিশ্বের দরবারে ভারতের দায়িত্ব আরও বেড়ে গেলো। প্রসঙ্গত স্মরণীয়, এর দিন কয়েক আগেই, ডমিনিকাও তাদের সর্বোচ্চ সম্মান ‘ডমিনিকা অ্যাওয়ার্ড অব অনার’-এ সম্মানিত করা হয় প্রধানমন্ত্রী মোদীকে। নাইজেরিয়ায় দ্বিতীয় সর্বোচ্চ সম্মান ‘দ্য গ্রান্ড কম্যান্ডার অব দ্য অর্ডার অব দ্য নাইগার’ সম্মানও দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী মোদীকে। এই বার্তায় খুশি ভারতের সর্বস্তরের মানুষ।
{ads}