header banner

সম্পূর্ন লকডাউন নয়, তবু চিত্র সেই শূন্যতার... প্রানভয়ে গৃহবন্দী মানুষ

article banner

বর্তমান সময়ে কোভিড পরিস্থিতিতে কার্যত নাজেহাল অবস্থা ভারতের। দৈনিক রেকর্ডের খেলা অব্যাহত রয়েছে অনেকদিন ধরে। এক দুই তিনের পর আক্রান্তের দৈনিক সংখ্যা ছাড়িয়েছে চার লক্ষ। কিছুদিন ধরেই তা ঘুরছে চার লক্ষের আশেপাশে। শেষ পরিসংখ্যানে তা ছাড়িয়ে গেছে ৪ লক্ষ ১০ হাজার। অন্যদিকে মৃত্যুও প্রায় ছুঁয়ে ফেলেছে ৪ হাজারের গণ্ডি। আক্সিজেনের হাহাকার চলছে সারা দেশ জুড়ে। স্বাভাবিক ভাবেই বর্তমানে পরিস্থিতির সামাল দিতে অধিকাংশ ক্ষেত্রেই ব্যার্থ সরকার। 

{link}
স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া শেষ পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাসে নতুনভাবে আক্রান্ত হয়েছেন দেশের ৪ লক্ষ ১৪ হাজার ১৮৮ জন। একদিনে করোনার আঘাতে প্রান হারিয়েছে ৩৯১৫ জন। সেই দিক থেকে করোনার বিরুদ্ধে লড়াইয়ে সুস্থ হয়ে ফিরেছেন ৩ লক্ষ ৩১ হাজার ৫০৭ জন। এই একটা সংখ্যাই স্বস্তি জাগাচ্ছে সাধারন মানুষ ও দেশের কোভিদ যোদ্ধাদের মধ্যে। অন্যদিকে এই মুহূর্তে দেশে অ্যাকটিভ রোগীর সংখ্যা ৩৬ লক্ষ ৪৫ হাজার ১৬৪ জন। যে সংখ্যাটা সত্যিই অনেক।

{ads}
তবে এই মুহূর্তে একটা ছবি বাইরে স্পষ্ট যে কোভিডের প্রথম ঢেউয়ের থেকে দ্বিতীয় ঢেউয়ে মানুষ অনেক বেশি ভয় পেয়েছে। আগের বারে লকডাউন চলাকালীনই মানুষের মধ্যে উদাসীন ভাব অনেক বেশি লক্ষ্যনীয় হয়েছিল। সেই তুলনায় এইবারের ভয়াবহ পরিস্থিতির কারনে মানুষ নিজেই আর বিশেষ প্রয়োজন না হলে ঘরের বাইরে বের হচ্ছেন না। পরিস্থিতি ঠিক হবে দ্রুত এই আশাতেই রয়েছেন সবাই। 
{ads}

Covid-19 update covid-19 news covid-19 situation in India West Bengal India News করোনাভাইরাস আপডেট কোভিড

Last Updated :