header banner

ডোকলাম নিয়ে ফের চর্চা, চীন তৈরি করেছে গ্রাম, স্যাটেলাইটে ধরা পড়ল চিত্র

article banner

নিজস্ব সংবাদদাতা: ডোকলাম আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে অন্যতম চর্চিত বিষয়। ১৯৬১ সাল থেকে ভুটান ডোকলামকে নিজের মানচিত্রে অন্তর্ভুক্ত করে। ভারতের প্রতিবেশী রাজ্য সিকিমের পাশেই অবস্থিত ডোকালাম। যদিও বেজিং এই অঞ্চলকে নিজের অঞ্চল বলেও দাবি জানায়। সম্প্রতি স্যাটেলাইট মারফত যে চিত্র সামনে উঠেছে, সেই চিত্র দেখে রীতিমতো চমকে উঠতে হয়। ডোকালামে গ্রাম তৈরি করেছে চিন, এই ছবি দেখে ভুটান সফরে সেনাপ্রধান জেনারেল মনোজ পাণ্ডে। 

{link}
ডোকালাম মালভূমি থেকে মাত্র ৯ কিলোমিটার দূরে বেজিং একটি গ্রাম তৈরি করেছে। সেই গ্রামে রীতিমতো বসবাসও শুরু হয়েছে। প্রত্যেকটি বাড়ির সামনে একটি করে পার্ক নির্মাণ করা হয়েছে। এখানেই শেষ নয় ডোকলাম থেকে কিছু দূরে পাঙ্গদা নামে একটি গ্রাম রয়েছে, সেই গ্রামটি ভুটানের ভূখণ্ডে অবস্থিত। চীন এই গ্রাম কেও নিজের বলেই দাবি জানাচ্ছে। এই আবহে দু’দিনের জন্য ভুটান সফরে যান সেনাপ্রধান জেনারেল মনোজ পাণ্ডে। সেনাপ্রধান হওয়ার পর এটাই তাঁর প্রথম ভুটান সফর। শুক্রবার সেখানকার রাজা ও সেনাপ্রধানের সঙ্গে দেখাও করেন তিনি। নয়াদিল্লি জানিয়েছে, এর পাশাপাশি ডোকলামে চিনের প্রতিটি পদক্ষেপের উপরেও নজর রাখা হচ্ছে।

{link}
ভারত-চীন যুদ্ধ যদিও আজ ইতিহাস, কিন্তু সেই ইতিহাস যখন সামনে উঠে আসে আমাদের হৃদয় ব্যথিত হয়ে যায়। ভারত চীন যুদ্ধে প্রচুর ভারতীয় সেনা প্রাণ হারিয়েছিলেন, পর্যাপ্ত অস্ত্রশস্ত্র ছিলনা, খাবারের অভাব, প্রতিকূল আবহাওয়া ভারতীয় সেনাদের কাছে কাল হয়ে দাঁড়িয়েছিল। হিন্দি চিনি ভাই ভাই বলার পরেও , চীন ভারত আক্রমণ করে। তাই চীনের সঠিক অভিসন্ধি যে কি সে বিষয়ে বোঝা বড়ই মুশকিল।

{ads}

News International Politics Beijing Bhutan Chief general Manoj Pandey Doklam China Sikkim India ডোকলাম চিন সংবাদ

Last Updated :