header banner

লাগাতার বর্ষণে বিপর্যস্ত সিকিম, আটকে রয়েছে প্রায় আড়াই হাজার পর্যটক

article banner

নিজস্ব সংবাদদাতা, সিকিমঃ বর্ষার কোপ উত্তরবঙ্গে। গত কয়েকদিনের লাগাতার বৃষ্টিপাতে প্রায় বিপর্যস্ত উত্তরবঙ্গ। উত্তরবঙ্গের সমতল ও পাহাড়ে গত তিনদিন ধরে অবিরাম বর্ষণ চলছে। প্রতিবেশী রাজ্য সিকিম এর অবস্থাও শোচনীয়।

{link}

লাগাতার তিন দিন ধরে বৃষ্টিপাতের দরুন সিকিমের বিভিন্ন এলাকায় ইতিমধ্যেই ধ্বস নামার খবর পাওয়া গিয়েছে। সিকিমের হাসিমার ঝোরাতেও বৃহস্পতিবার রাত থেকে হঠাৎ জল বেড়ে যাওয়ায় বিপাকে স্থানীয় বাসিন্দারা। উত্তর সিকিম এর সাথে গ্যাংটকের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। ধ্বসের কারণে সিকিমের একাধিক রাস্তা ভেঙে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। রাস্তা গুলির উপর দিয়ে নদীর জল প্রবাহিত হচ্ছে।

{link}

প্রায় আড়াই হাজার পর্যটক আটকে রয়েছেন বলে জানা গিয়েছে। প্রশাসন থেকে জানানো হয়েছে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করতে বেশ কিছুদিন সময় লাগবে। রাস্তা ভেঙে যাওয়ার ফলে পর্যটকরা পাহাড় থেকে সমতলে আসতে পারছেন না। বর্তমানে তারা বাধ্য হয়ে পাহাড়ে আটকে পড়েছেন।

{ads}
 

News Monsoon Devastated North Bengal Tourist spot Neighboring state Sikkim Gangtok India সিকিম গ্যাংটক সংবাদ

Last Updated :