header banner

ফের সিকিমের জাতীয় সড়কে ধ্বস, বন্ধ যান চলাচল

article banner

নিজস্ব সংবাদদাতা, সিকিমঃ ফের স্তব্ধ ১০ নম্বর জাতীয় সড়ক। সোমবার ভোর রাতে কালিঝোরার কাছে ধ্বস নামে জাতীয় সড়কের ওপর। ফলে সকাল থেকেই সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গিয়েছে সিকিম সংযোগকারী জাতীয় সড়কে যান চলাচল। ধ্বসের জেরে সমস্যায় পড়তে হচ্ছে পর্যটকদের।

{link} 

জানা যায়, রবিবার বিকেলে ধস নেমেছিল কালিঝোরা পেড়িয়ে বিরিকধারার কাছে। বিকেলেই সেখানে ধ্বস সরিয়ে জাতীয় সড়ক দিয়ে যান চলাচল স্বাভাবিক করে জেলা প্রশাসন। ফের সোমবার ভোরে একই জায়গায় বড়সড় ধ্বস নামে। ফলে সম্পূর্ণভাবে স্তব্ধ হয়ে পড়ে ১০ নম্বর জাতীয় সড়ক। সড়ক বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় জাতীয় সড়কের ওপর দাঁড়িয়ে রয়েছে সারিসারি গাড়ির  লাইন। পর্যটকদের সমস্যায় পড়তে হচ্ছে। তবে এই ধ্বসের কারণে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

{link} 

বর্তমানে কালিম্পং ও পার্শ্ববর্তী রাজ্য সিকিমের গাড়িগুলি ঘুরপথে আসছে শিলিগুড়িতে। সোমবার সকাল থেকেই যুদ্ধকালীন তৎপরতায় জাতীয় সড়কের ওপর থেকে আর্থমুভার লাগিয়ে পাথর সরানোর কাজ শুরু করেছে সংশ্লিষ্ট দপ্তর। আশা করা হচ্ছে দ্রুত যান চলাচল স্বাভাবিক করা সম্ভব হবে সিকিমের এই লাইফ লাইনে।

{ads}

News National Highway No 10 Kalijhora Tourists Sikkim North Bengal India সিকিম সংবাদ

Last Updated :