header banner

সিকিমের ঈগল নেস্টে গেলে সুযোগ মিলবে বাইচুং ভুটিয়ার সঙ্গে ট্রেকিং করার

article banner

নিজস্ব সংবাদদাতা, সিকিমঃ সিকিমের রাজধানী গ্যাংটক থেকে ৮ কিলোমিটার দূরে অবস্থিত ঈগল নেস্ট। তিন একর জমির উপর অবস্থিত এই বাসা। অনায়াসেই দুই তিন দিনের জন্য ঘুরে আসা যায় এখানে। চারপাশে রয়েছে হিমালয়, এছাড়া ঘন জঙ্গল বিশেষ নজর কাড়ে।

{link}

ঈগল নেস্টে যাবার বাড়তি পাওনা হল, যদি সময় সূচী ঠিক থাকে তাহলে বাইচুং ভুটিয়ার সঙ্গে ট্রেকিং করার সুযোগ মিলবে পর্যটকদের। কোন গল্প নয়। এই বিষয়টি একেবারে সত্যি। যদি সময়সূচী ঠিকঠাক মিলে যায় তাহলে এই দুর্দান্ত সুযোগ পাওয়া যাবে। এই জায়গাটি প্রকৃতিপ্রেমী । এছাড়া যারা ট্রেকিং করতে ভালোবাসেন তাদের জন্য অত্যন্ত প্রিয় একটি জায়গা। ভারতীয় ফুটবলের আইকন বাইচুং ভুটিয়া নিজের বাড়ির সঙ্গে লাগোয়া হোমেস্ট তৈরি করেছেন পর্যটকদের জন্য। ৮ জন একসঙ্গে থাকতে পারেন এই হোমেস্টে। পর্যটকদের ভীড় বেড়ে গেলে বাইচুং ভুটিয়া নিজের ঘরের দুটো রুম  দেবেন পর্যটকদের থাকার জন্য। ঈগল নেস্ট থাকবার জন্য যথেষ্ট ব্যয়বহুল। তবে প্রাকৃতিক পরিবেশে এতটাই মনোরম যে পর্যটকদের বিশেষ আকর্ষণীয় এই স্থান। এখানে যাওয়ার সবচেয়ে ভালো সময় মার্চ থেকে এপ্রিল মাস এবং সেপ্টেম্বর থেকে নভেম্বর মাস। এই জায়গার খুব একটা প্রচার এখনো পর্যন্ত হয়নি। অনেকেই জানেন না এই অপরূপ সুন্দর জায়গার নাম। সাধারণত ইনস্টাগ্রাম সোশ্যাল মিডিয়ায় ঈগল নেস্ট এর প্রচার হয়ে থাকে।

{link}

তবে হঠাৎ কেন পর্যটন ব্যবসায় বাইচুং ভুটিয়া এই প্রশ্ন ভারতীয় ফুটবলের আইকন কে জিজ্ঞাসা করা হলে  তিনি এর উত্তরে জানান, সব সময় নতুন কিছু করার ইচ্ছে থাকে তার। সেই কারণেই তিনি পর্যটন ব্যবসায় নেমেছেন। এখানকার স্থানীয় খাবার পর্যটকদের নজর কাড়ে। শিলিগুড়ি থেকে গাড়ি ভাড়া করে গ্যাংটক পর্যন্ত যাবার পর, গ্যাংটক থেকে অনায়াসেই চলে যাওয়া যাবে স্বপ্নের জায়গা ঈগল নেস্টে।

{ads}
 

News Opportunity to trek with Baichung Bhutia Eagle Nest Gangtok Capital of Sikkim India গ্যাংটক সিকিম সংবাদ

Last Updated :