header banner

সিকিমে ধ্বস , শিলিগুড়ির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন প্রতিবেশী রাজ্যের

article banner

নিজস্ব সংবাদদাতা, সিকিমঃ ধ্বসে বিধ্বস্ত প্রতিবেশী রাজ্য সিকিম। বৃহস্পতিবার সিকিমের ১০ নম্বর জাতীয় সড়কে ধ্বস নামে। বেশ কিছুদিন ধরে লাগাতার বৃষ্টিপাত হচ্ছে দার্জিলিং, কালিম্পং এবং সিকিমে। বৃষ্টিপাতের কারণেই সিকিমের একাধিক জায়গায় ধ্বস নামার সংবাদ পাওয়া গিয়েছে।

{link}

জানা যায়, সিকিমের অন্তত কুড়িটি জায়গায় ধ্বস নেমেছে। দুদিন আগেও সিকিম যাওয়ার রাস্তায় জাতীয় সড়কে ধ্বস নেমে কয়েকটি রাস্তা নিশ্চিহ্ন হয়ে গিয়েছে বলে খবর পাওয়া যায়। যোগাযোগ ব্যবস্থা একেবারে বিপর্যস্ত। প্রচুর পর্যটক সিকিমে আটকে রয়েছেন। আপাতত পর্যটকদের প্রবেশের ক্ষেত্রে সিকিমে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সমতলের শহর শিলিগুড়ির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে রয়েছে সিকিমের। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কার্য বাহিনী রাস্তা মেরামতের কাজ করছে। পরিবেশ প্রেমীদের তরফেও বিকল্প স্থায়ী বন্দোবস্ত করার দাবি উঠছে।

{link}

বৃহস্পতিবার ধ্বসে চাপা পড়ে একটি গাড়ি। গাড়ির চালকের মৃত্যু সংবাদও পাওয়া গিয়েছে। এছাড়া ওই গাড়ির ভিতরে থাকা ৪ জন যাত্রী গুরুতর জখম হয়েছেন বলে জানা গিয়েছে। তবে প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে প্রতিকূল আবহাওয়ার কারণে রাস্তা ঠিক হতে বেশ কিছুদিন সময় লাগবে।

{ads]

News Sikkim Devastated by the landside National Highway 10 Darjeeling Siliguri Kalimpong India সিকিম সংবাদ

Last Updated :