header banner

ঘূর্নিঝড় 'যশ' মোকাবিলায় আগাম পদক্ষেপ, ২৫ থেকে ২৭ তারিখ পর্যন্ত বাতিল ৭৮টি ট্রেন (দূরপাল্লাগামী) ট্রেন

article banner

ইতিমধ্যেই রাজ্যের মানুষের কাছে করোনার মাঝে আর এক আতঙ্ক হয়ে দেখা দিয়েছে ঘুর্নিঝড় যশ। সমুদ্রে তার চোখরাঙানি লক্ষ্য করে মৎসজীবীদের সমুদ্র থেকে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। এবং আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযাই বুধবার সকালেই পশ্চিমঙ্গ উপকূলে আছড়ে পড়তে পারে ‘যশ’। শেষবারের আমফান-এর অভিজ্ঞতার কথা মাথায় রেখে ঘূর্ণিঝড়ের তাণ্ডব মোকাবিলা করতে কোমর বাঁধছে রাজ্য প্রশাসন। দফায় দফায় চলছে একাধিক বৈঠক। এর মাঝেই সতর্কতামূলক পদক্ষেপের ঘোষনা করল রেলও। মে মাসের ২৫ থেকে ২৭ তারিখ পর্যন্ত ৭৮টি ট্রেন (দূরপাল্লাগামী) বাতিল করল দক্ষিন পূর্ব রেল। যে তালিকাটা বেশ দীর্ঘ।

{link} 

বাংলা ও ওড়িশার উপকূলে আছড়ে পড়ার কথা রয়েছে এই ঘূর্ণিঝড়-এর। তাই এই দুই রাজ্যের মধ্যে ট্রেন চলাচলে লাগাম পরানো হচ্ছে তিনদিনের জন্য। ইতিমধ্যেই করোনার কারনে বাতিল রয়েছে লোকাল ট্রেনগুলি। এর পাশাপাশি এবার বাংলা এবং ওড়িশা থেকে অন্যান্য রাজ্যগামী বিভিন্ন ট্রেনও বাতিল করা হয়েছে। সাথে বাদ পড়েছে দূরপাল্লার বেশকিছু ট্রেন। এর মধ্যে রয়েছে পূর্ব উপকূলীয় রেল, মধ্য, দক্ষিণ-পূর্ব, দক্ষিণ, উত্তর-পূর্ব সীমান্ত রেলের একাধিক ট্রেন। যার মধ্যে বেশিরভাগই হাওড়া শাখার ট্রেন। নিম্নে পূর্ন তালিকা- 

South Eastern Railway Train Cancellation List

 It has been decided to cancel the following Special Express trains on the dates mentioned against each as a precautionary measure due to cyclone YAAS-

 

Sl no.

Train no.

From

To

 

News Cyclone Yash South Eastern Railways Train Canaled Train Cancellation List News West Bengal Transport Trains India ট্রেন দক্ষিন-পূর্ব রেলওয়ে সংবাদ

Last Updated :