header banner

পুরীর সমুদ্র সৈকতে এবার ৭ ফুটের নরেন্দ্র মোদী

article banner

নিজস্ব সংবাদদাতা, ওড়িশাঃ মঙ্গলবার ছিল আন্তর্জাতিক যোগ দিবস। এই আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে প্রখ্যাত বালি শিল্পী(Sand artist) সুদর্শন পট্টনায়েক ওড়িশা পুরীর সমুদ্র সৈকতে একটি বালির ভাস্কর্য তৈরি করেছেন।  ভাস্কর্যটি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।ভাস্কর্যটিতে সূর্য নমস্কারের থিমে  যোগব্যায়াম করার চিত্র ফুটিয়ে তুলেছেন সুদর্শন। সুদর্শনের তৈরি করা এই ভাস্কর্য দেখতে এদিন প্রচুর মানুষ ভিড় জমান পুরীর সমুদ্র সৈকতে। 

{link}

তিনি ভাস্কর্যটি তৈরি করতে প্রায় ৬ টন বালি ব্যবহার করেছেন। ভাস্কর্যটি প্রায় 7 ফুট উঁচু। এই ভাস্কর্যটির পাশাপাশি এদিন আরও একটি সূর্য নমস্কারের ছবি বালি দিয়ে ফুটিয়ে তুলেছেন তিনি।৩৫০০ বর্গফুট এলাকা জুড়ে তৈরি ওই ছবিটি তৈরি করতে স্কুলের ছাত্ররাও তার সাথে হাত মেলায়।এদিন অনেক মানুষ যোগা করার জন্য  সুদর্শনের তৈরি করা এই ভাস্কর্যটি ঘিরে জমায়েত হন। তিনি জানান, আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষ্যে  তিনি নরেন্দ্র মোদীর বালি ভাস্কর্যটি  তৈরি করেছেন কারণ আন্তর্জাতিক স্তরে যোগাকে জনপ্রিয় করার পিছনে তাঁর বড় হাত রয়েছে। তিনি সবসময় স্যান্ড আর্টের মাধ্যমে ভিন্ন কিছু করার চেষ্টা করেন। তিনি বলেন, আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে তার তৈরি করা এই ভাস্কর্যটির মাধ্যমে তিনি সবাইকে মানসিক শান্তির জন্য যোগব্যায়াম  করার বার্তা দিতে চেয়েছেন। 

{link}

এখনও পর্যন্ত পদ্মশ্রী বালি শিল্পী সুদর্শন সারা বিশ্বে  ৬৫টিরও বেশি আন্তর্জাতিক বালি শিল্প চ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। এবং আমাদের দেশের জন্য অনেক পুরস্কার জিতেছেন। তিনি সবসময়ই বালি শিল্পের মাধ্যমে সবাইকে সচেতন  করার চেষ্টা করেন। কোভিড-১৯ এর সময় তার সচেতনতামূলক বালি শিল্প WHO দ্বারা অত্যন্ত প্রশংসিত হয়েছিল। 


{ads}

International Yoga Day Puri Odisha Sand art Sand artist Puri Odisha India আন্তর্জাতিক যোগ দিবস ওড়িশা সংবাদ

Last Updated :